![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/laptop-1.jpg)
ছবি প্রতীকী
এখন বিশ্বের সন্তানহীন দম্পতিদের মধ্যে প্রায় ৫০ ভাগ বন্ধ্যাত্বের কারণ পুরুষদের শুক্রাণূর অক্ষমতা। বিভিন্ন কারণে পুরুষদের মধ্যে সঠিক শুক্রাণু তৈরির অক্ষমতা দেখা দিচ্ছে। বীর্যের গুণগত মান হাস পাওয়ার নানা কারণ আছে। তার মধ্যে অন্যতম হল, জিনগত ত্রুটি, পরিবেশের প্রভাব এবং জীবনচর্চা ও খাদ্যাভ্যাস পরিবর্তন।
● শুক্রাণু উৎপাদন অনেকগুলি জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। শুক্রাণুর সামগ্রিক গঠন ও ক্ষমতা সাধারণত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই জিনগুলির এক বা একাধিক যদি সঠিকভাবে কাজ করতে না পারে তবে গঠনগত ত্রুটি যুক্ত বা চলৎশক্তিহীন শুক্রাণু তৈরি হয়। এই সকল শুক্রাণু ডিম্বাণু নিষেকে অক্ষম। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ত্রুটি থাকলে চিকিৎসা করে নিরাময়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এটি আসলে স্থায়ী বন্ধ্যাত্ব।
● পুরুষের শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের জায়গায় অত্যধিক গরম, বিভিন্ন বিকিরণ যেমন এক্সরে, আল্ট্রাভায়োলেট রে এরকম মারাত্মক রশ্মি কিংবা কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলেও শুক্রাণু উৎপাদন ব্যাহত হয়। প্রতিদিনের জীবনে আমরা পরিবেশের এমন কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে যাই যেগুলি আমাদের হরমোনের মাত্রার তারতম্য ঘটিয়ে শুক্রাণু উৎপাদন ব্যাহত করে। এরা নানাভাবে পুরুষের শরীরে প্রবেশ করে নানা অসুবিধার সৃষ্টি করে, যার মধ্যে বন্ধ্যাত্ব অন্যতম।
● দৈনন্দিন জীবনে আমরা বেঁচে থাকার জন্য নানা বিধ পরিস্থিতি এবং অভ্যাস তৈরি করে ফেলি যেগুলি শুক্রাণু উৎপাদন ব্যাহত করতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, কর্ম ক্ষেত্রে মানসিক চাপ এর অন্যতম কারণ। তাছাড়া সিগারেট ও মদ্যপানের অভ্যাস, ফাস্টফুড, অত্যধিক কফি খাওয়া, বিভিন্ন ধরনের নেশা পুরুষের বন্ধ্যাত্ব ডেকে আনে।
● একটানা বসে কাজ করা কোলের ওপর মোবাইল বা ল্যাপটপ রেখে কাজ করা, প্যান্টের পকেটের দীর্ঘক্ষণ মোবাইল ফোন রেখে দেওয়া, আঁটসাঁট অন্তর্বাস সারাদিন পরে থাকা এগুলির প্রভাব সরাসরি শুক্রাণু উৎপাদনের উপর গিয়ে পড়ে এবং বীর্যের গুণগতমানকে কমিয়ে দেয়।
● কোলের ওপর ল্যাপটপ রেখে কাজ করলে ল্যাপটপ থেকে উৎপন্ন তাপ বিকিরণ সরাসরি অন্ডকোষকে প্রভাবিত করে। একইরকমভাবে পকেটের মোবাইলের বিকিরণ ও চৌম্বক ক্ষেত্র ক্ষমতা শুক্রাণু উৎপাদনে বাধা সৃষ্টি করে।