এখনও দেশে সম্পূর্ণভাবে কোভিড নিয়ে উদ্বেগ কাটেনি। তার মধ্যেই দেশে এখন নতুন আতঙ্কের নাম ‘টম্যাটো ফ্লু’। ইতিমধ্যেই কেরলে কোল্লাম জেলায় অজানা জ্বরে ৮০ জন শিশু আক্রান্ত। অধিকাংশ শিশুর বয়স ৫ বছরের কম বলে কেরলের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই তড়িঘড়ি স্বাস্থ্যদপ্তর পুরো রাজ্যে বিশেষ সতর্কতা জারি করেছে। কোল্লাম সহ বেশ কয়েকটি জেলাতে এই রোগীর সন্ধান মিলেছে। কারও জ্বর হলেই পরীক্ষা করে দেখা হচ্ছে। বাড়তি সতর্কতার জারি করা হয়েছে কেরল এবং তামিলনাড়ুতে। সীমানায় নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে যাতায়াতকারীদের শিশু-সহ সবারই শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
টমেটো ফ্লু ঠিক কী?
● এই অসুস্থতা শরীরে ছোট ছোট লাল রঙের ফোস্কার মতো ক্ষত দেখা যায়। এই ক্ষতগুলিকে কিছুটা টম্যাটোর মতো দেখতে হওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘টম্যাটো ফ্লু’। চিকুনগুনিয়ার উপসর্গের সঙ্গে এই রোগের কিছুটা মিল রয়েছে। যদিও এখনও এই রোগটির কারণ সম্পর্কে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তবে তাঁদের মতে, এখনই বিষয়টি নিয়ে সতর্ক না হলে ক্রমশ এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
কারা আক্রান্ত হতে পারে
● মূলত যে সব শিশুর বয়স ৫ বছরের কম তাদেরই সংক্রমণ হচ্ছে।
টমেটো ফ্লু-এর উপসর্গ
● প্রচণ্ড জ্বর, ছোট ছোট লাল রঙের ফোস্কার মতো ক্ষত, ত্বকে জ্বালাভাব, ক্লান্তি, বমি, হাত-কনুই-গলার ত্বকের রং পরিবর্তন, ডিহাইড্রেশন, গাঁটে ও পেটে ব্যথা, পাতলা পায়খানা, কাশি, সর্দি প্রভৃতি হতে পারে।
আক্রান্ত হলে কী করণীয়
● যেহেতু এই রোগের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, সে কারণে এর সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়েও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। এক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ, সংক্রমিতকে একটি আলাদা ঘরে রাখার ব্যবস্থা করতে হবে। উপসর্গগুলি দেখা দিলেই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা দরকার। খেয়াল রাখতে হবে গায়ে তৈরি হওয়া ফোসকাগুলি যাতে ফেটে না যায়। শিশুর ব্যবহৃত কোনও কিছুই যেন অন্য কেউ ব্যবহার না করে সেদিকেও নজর দিতে হবে। করোনার মতো এক্ষেত্রেও পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। সেইসঙ্গে পর্যাপ্ত পরিমাণ জলপান ও বিশ্রাম নেওয়া পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।