মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫


হলিউডে নিজের প্রথম কাজ, নেটফ্লিক্সের ছবি ‘হার্ট অব স্টোন’-এর শ্যুটিংয়ে রওনা হলেন রণবীর কাপুরের ঘরনি আলিয়া ভট্ট। প্রথম হলিউড ছবিতে আভিনয় করতে চলেছেন তিনি। ছবির সহ-অভিনেতা স্বয়ং ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস খ্যাত’ জ্যামি ডরনান। টম হার্পার পরিচালিত ছবিটি। আলিয়া নিজেই বলছেন, ভীষণ চিন্তায় আছেন তিনি। উচ্ছ্বসিত অভিনেত্রী লিখেছেন, ‘চললাম নিজের প্রথম হলিউড ছবির শ্যুটিংয়ে। আমার মনে হচ্ছে যেন এই প্রথম বার অভিনয় করতে চলেছি! খুব নার্ভাস লাগছে। আপনাদের শুভেচ্ছা চাই।’ ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন আলিয়া। অনুরাগী থেকে বলিউডের সহ-অভিনেতারাও আলিয়াকে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা আর ভালোবাসায়। অর্জুন কাপুরের লিখেছেন, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’। মেয়েকে একরাশ শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তাঁর মা সোনি রাজদানও। শুভেচ্ছা জানিয়েছেন দিদি পূজা ভট্টও। বলিউডে আলিয়াকে এর পরে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এবং ‘জি লে জরা’ ছবিতে।

Skip to content