ছবি প্রতীকী
বিশ্বের ১২টি দেশে ৮০ জনের শরীরে মাঙ্কি পক্সের অস্থিত্ব পাওয়া গিয়েছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিটি দেশকে সতর্ক থাকার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। ঘটনার গুরুত্ব বুঝে সতর্ক থাকছে রাজ্য সরকারও। সরকার সিদ্ধান্ত নিয়েছে, বিদেশ থেকে আসা কোনও ব্যক্তির শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ থাকলে ওই ব্যক্তিকে নিভৃতবাসে রাখা হবে। এর জন্য বেলেঘাটা আইডি হাসপাতালকে প্রস্তুত রাখা হচ্ছে। সেই সঙ্গে মাঙ্কি পক্সে নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা নির্দেশিকাও মেনে চলা হবে। জানা গিয়েছে, যে সব দেশে গত ২১ দিনের মধ্যে এই ভাইরাসের অস্থিত্ব পাওয়া গিয়েছে, সেই সব দেশ থেকে কেউ রাজ্যে এলে তখন কী করণীয় তার আগাম প্রস্তুতি সেরে রাখল সরকার। সেই সঙ্গে কারও দেহে উপসর্গ দেখা দিলেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী পুণের এনআইভি-তে ব্যক্তির রক্তের নমুনা পাঠিয়ে দেওয়া হবে।