বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


মানুষ যে কিসে আনন্দ পায় তা লাখ টাকার প্রশ্ন। কারও কাছে দামি উপহার পোশাক বা গাড়ি তার অত্যন্ত আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। কেউ আবার খুব সামান্য, অতি তুচ্ছ বিষয় বা জিনিসের মধ্য থেকেও নিজের আনন্দ খুঁজে পান। আবার কারও কাছে যা তুচ্ছ বা সামান্য জিনিস, তা অন্য কারও কাছে বিপুল আনন্দের বিষয় হতে পারে। সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি জীর্ণ ঘর, খড়ের ছাউনি দেওয়া। তার সামনে একটি কালোরঙা সাইকেল দাঁড় করানো রয়েছে। তবে সাইকেলটি কিন্তু নতুন নয়। তাতে কী! পুরনোতেও যে আনন্দ খুঁজে পাওয়া যায় এবং তাঁর মূল্য যে কোনও কিছু দিয়েই মাপা যায় না, এই ভিডিয়ো আরও এক বার প্রমাণ করে দিল। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি সাইকেলটিতে মালা পরালেন। তার পর প্রণাম করলেন। ঠিক যেমনটা কোনও নতুন বাহন কিনলে সাধারণত করা হয়ে থাকে। পাশে তাঁর খুদে সন্তান দাঁড়িয়ে আছে। আনন্দে আত্মহারা হয়ে সে লাফালাফি করছে। সাইকেলটিকে একবার প্রণামও করল সে। আইএএস আধিকারিক অবনীশ শরণ ক্যাপশনে লিখেছেন, এটি একটি সেকেন্ড হ্যান্ড সাইকেল হতে পারে। কিন্তু ওদের আনন্দ দেখুন, যা কোনও মূল্য দিয়ে মাপা যায় না! ওদের আনন্দই বুঝিয়ে দিচ্ছে যেন এটাই ওদের মার্সিডিজ বেন্জ।


Skip to content