বিশিষ্ট সাংবাদিক আবদুল গফফর চৌধুরি
বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফর চৌধুরি-র মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। বৃহস্পতিবার লন্ডনের এক হাসপাতালে মাতৃভাষার প্রতি নিবেদিতপ্রাণ বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফফর চৌধুরি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন। তাঁর রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে সমাদৃত। আব্দুল গাফফর চৌধুরি শুধু সাংবাদিক ছিলেন না, স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলার’ এবং প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন তিনি। ১৯৩৪ সালে ১২ ডিসেম্বর বরিশালের উলানিয়ায় তাঁর জন্ম। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। সে বছর থেকেই সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। ১৯৭৪ সালে তিনি পাড়ি দেন ব্রিটেনে। লন্ডন থেকেও দেশের বহু পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন তিনি। স্বাধীনতা পদক, একুশে পদক, অ্যাকাডেমি পদক-সহ একাধিক সম্মান পেয়েছেন তিনি। আব্দুল গাফফর চৌধুরি-র চার কন্যা এবং এক পুত্রসন্তান। ছোট মেয়ে বিনীতা ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৪ এপ্রিল মারা যান।