নেলপলিশ ভালো রাখার সহজ উপায়
নেলপলিশ লাগানোর সঠিক পদ্ধতি
ম্যনিকিওর করার পর বা বাড়িতেই ক্রিম ম্যাসাজ করার পর কোথাও যাবার আগে হ্যান্ড ক্রিম লাগানোর অভ্যেস অনেকেরই আছে। এটা সাজগোজের একটা অংশও বটে। শীতকালে তো প্রায় সকলেরই এটা প্রয়োজন হয়। দুই ক্ষেত্রেই নখের উপর যদি তৈলাক্ত কিছু থাকে তার ওপর পালিশ লাগালে তা বেশিদিন থাকে না। এমনকী ব্যবহারের সময় ক্র্যাকও দেখা যেতে পারে। কটন বা টিস্যু দিয়ে প্রত্যেকটা নখকে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে কোনওরকম ক্রিম লেগে না থাকে।
ব্যবহার করার আগেই আমরা নেলপলিশটিকে ঝাঁকিয়ে নিয়ে ব্রাশ দিয়ে নখের উপর পলিশ লাগাই। কিছু কিছু ক্ষেত্রে ব্রাশের দাগ দেখা যায় এটা এড়াতে হবে। ব্রাশের বাড়তি পলিশ বোতলের গায়ে মুছে একটা স্ট্রোকেই পুরো নখ কভার করতে হবে। একমাত্র পায়ের বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে দুবার স্ট্রোক দিতে হয়।
যতক্ষণ না সম্পূর্ণ শুকোচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। খুব তাড়া থাকলে পাখার হাওয়া বা হেয়ার ড্রায়ার ব্যবহার করা যেতে পারে। এর পর আবার একটা কোট দিতে হবে। সেটাও সম্পূর্ণ শুকিয়ে গেলে তার ওপর টপ কোট অর্থাৎ ট্রান্সপারেন্ট নেলপলিশ লাগালে স্থায়িত্ব বেশ কিছুটা বাড়ে। এছাড়া এতে গ্লসি ফিনিশ আসে। যত দাগহীন স্মুথ ফিনিশ হবে ততটাই সুন্দর দেখাবে নখ।
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩