ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শুকনো বা রান্না করা খাবার কোনও না কোনও প্লাস্টিকের কন্টেনারে রেখে দিই। এতে রাখা যেমন সুবিধাজনক, তেমনি বিভিন্ন রংয়ের হওয়ায় দেখতেও বেশ সুন্দর লাগে। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, এর মধ্যে থাকা বিসফেনল-এ ও বিসফেনল-এস-এর মতো ক্ষতিকারক রাসায়নিক ডায়াবেটিস, ওবেসিটির মতো অসুস্থতার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এমনকী ক্যানসারের মতো ভয়াবহ রোগ হতে পারে বলেও বিশেষজ্ঞদের মত।
তাই এমন কোনও পাত্রেই খাবার রাখুন, যাতে এই সব সমস্যার ঝুঁকি থাকবে না।
তাই এমন কোনও পাত্রেই খাবার রাখুন, যাতে এই সব সমস্যার ঝুঁকি থাকবে না।
কাচের কন্টেনার
সিলিকন
কাপড়ের ব্যাগ