শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

স্পেনের সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। সেদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এবার থেকে মহিলাকর্মীদের মাসে তিন দিনের ঋতুকালীন ছুটি মঞ্জুর করা হবে। সেইসঙ্গে দেশের সব স্কুলে স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বাড়তি কর তুলে নেওয়া হতে পারে ট্যাম্পন এবং স্যানিটারি ন্যাপকিনের ওপর থেকে। সপ্তাহখানেকের মধ্যেই স্পেনের ক্যাবিনেট মিটিং বসবে। তারপরই এই সিদ্ধান্তগুলি ঘোষণা করা হবে।
এছাড়াও স্পেন সরকার আরও একটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে। সেই বিল পাশ হলে ১৬-১৭ বছরের তরুণীদের গর্ভপাতের জন্য আর অভিভাবকের অনুমতির দরকার পড়বে না। এ প্রসঙ্গে স্পেনের সাম্য ও লিঙ্গগত হিংসা সংক্রান্ত দফতরের সচিব, অ্যাঞ্জেলা রড্রিগেজের মতে, জ্বর, মাথা ব্যথা, ডায়ারিয়া প্রভৃতির জন্য যদি ছুটি মঞ্জুর করা যায় তা হলে ঋতুঃস্রাবের সময় ছুটি নয় কেন? উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়ার মতো দেশে ঋতুকালীন ছুটি মঞ্জুর করা হলেও ইউরোপের দেশগুলির মধ্যে স্পেনের এই চিন্তাধারা প্রথম। সম্প্রতি আমেরিকার অনেক সংস্থা মহিলা কর্মীদের ঋতুকালীন ছুটি দিচ্ছে।

Skip to content