বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

বর্তমান সময়ে মানুষের নিত্যদিনের ব্যস্ততা আধুনিক প্রযুক্তির চাদরে মোড়া। আর এই ব্যস্ত জীবনের মাঝে ছোট ছোট সাংসারিক কাজগুলোই হয়ে ওঠে সমস্যার কারণ। এই যেমন ধরুন কাপড় কাচা। সংসারের আর পাঁচটা কাজের মতোই কাপড় কাচা, ইস্ত্রি করা, জামা কাপড় ভাঁজ করা এগুলোও একধরণের সাংসারিক কাজ। কিন্তু প্রতিদিনের ব্যস্ততার ঠেলায় সেই কাজেও পড়ছে বাধা, যার ফলে নানা সমস্যাও তৈরি হচ্ছে। অতিরিক্ত গরম এবং করোনা পরিস্থিতির কারণে প্রতিদিন বাইরে থেকে এসে জামা-প্যান্ট বা ভিতরের গেঞ্জিটাকে ধুয়ে দিতে হচ্ছে। এতো গেল রোজকার কথা। কিন্তু এছাড়াও রয়েছে সপ্তাহান্তে সকলের যাবতীয় পরা জামাকাপড় কেচে তুলে রাখার ঝঞ্জাট। তবে শুধু তুলে রাখলেই হবে না, সেগুলোকে সুন্দর করে ভাঁজ করে, পারলে ইস্ত্রি করে রাখার ব্যবস্থাও করতে হবে। আর সেখানেই সমস্যা। এই ব্যস্ততার দিনযাপনে একটু অবসরের সময় পেলে সেটুকুই বাঁচাতে চাইছেন অনেকে। আর সাধারণ মানুষের মনের এই কথাগুলো বেশ কার্যকরীও হয়েছে। কারণ, এই জামাকাপড় ইস্ত্রি করা, ভাঁজ করার যে সমস্যা ছিল তা এবার দূর হবে। বাজারে এসেছে নতুন গ্যাজেট। নাম তার ‘ফোল্ডিমেট’।
১১০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট বিদ্যুৎ থাকলেই এই যন্ত্রটি চলবে। এবার থেকে যত খুশি জামা কাপড় দিন, কাজ করতে করতে হাঁপিয়ে উঠবে না একটুও। বরং মাত্র পাঁচ মিনিটে ২০টির বেশি জামা ভাঁজ করে দেবে এই যন্ত্র। এখন অনলাইনেই এই যন্ত্রের হদিশ পাওয়া যাচ্ছে। দাম ৬০ হাজার টাকার মতো। তবে ইন্টারনেটে খুঁজলে এর চেয়ে কম দামেও পাওয়া যাবে।

Skip to content