শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

স্মার্টটিভি, স্মার্টফোন, স্মার্টঘড়ির পর এবার বাজারে এল স্মার্টবেল্ট। একটি প্রথম সারির বৈদ্যুতিন সামগ্রী প্রস্তুতকারী সংস্থা এই বেলটটির নাম রেখেছে ‘ওয়েলনেস বেল্ট’ বা ‘ওয়েল্ট’। এই বেল্টটি বাইরে থেকে সাধারণ ব্লেটের মতো দেখতে হলেও স্মার্টবেল্টের বকলেসের মধ্যে লুকিয়ে রয়েছে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে হরেক রকমের সেন্সরও। আর এই সেন্সরগুলি পরিমাপ করার জন্য রয়েছে একাধিক স্বাস্থ্য সূচক। কী কী সুবিধা রয়েছে এই স্মার্টবেল্টের মধ্যে একঝলকে দেখে নিন।
এই স্মার্ট বেল্টটি যিনি ব্যবহার করবেন, তিনি অতিরিক্ত খাবার খাচ্ছেন কিনা তা বলে দিতে পারবে এই বেল্ট।
এই বেল্ট ব্যবহারকারী যদি দীর্ঘক্ষণ বসে থাকেন, তাও বলে দেবে স্মার্টবেল্ট
অনেকেরই মানসিক চাপের কারণে খাওয়াদাওয়া ঠিকমতো হয় না, তবে এই স্মার্টবেল্ট ব্যবহার করলে বেল্টে ঠিক কতটা চাপ পড়ছে তা পরিমাপ করে সে বিষয়ে সতর্ক করে দেবে এই স্মার্টবেল্ট।
এই স্মার্টবেল্ট ব্যবহারকারী ব্যক্তি দিনে কত পা হাঁটলেন তাও জানা যাবে।
সংশ্লিষ্ট সংস্থা সূত্রে জানা যায়, এইসব তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির ফোনে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এই স্মার্টবেল্টে থাকছে ৯০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এছাড়াও, থাকছে ইউএসবি চার্জ দেওয়ার জায়গা। দাম শুরু হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার টাকা থেকে। অতিরিক্ত কিছু সুবিধা সমেত এই স্মার্টবেল্টের দাম পড়বে কমবেশি ১৫ হাজার টাকার মতো।

Skip to content