বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


বহু দিনের অপেক্ষার পর মে মাস থেকেই জীবন বিমা নিগম (এলআইসি)-এর ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) শুরু হতে চলেছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ থেকে ৯ মে পর্যন্ত এলআইসি-এর আইপিও কেনাবেচা প্রক্রিয়া চলবে। বিনিয়োগকারী চাইলে এই সুবিধা ২ মে থেকেই লাভ করতে পারবেন। শেয়ারের পরিমাণ-সহ আইপিও সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আগামী বুধবার সেবি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া) পক্ষ থেকে জানানো হবে। উল্লেখ্য, প্রথমে সংস্থার ৫ শতাংশ অর্থাৎ প্রায় ৩১ কোটি শেয়ার বাজারে ছাড়া হবে বলে ঠিক হলেও বর্তমানে তা পরিবর্তিত হয়ে ২২ কোটি শেয়ার বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content