বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


পরিবহণ দফতর দুর্গা পুজোর আগে শহরের দু’টি রুটে পুনরায় ট্রাম পরিষেবা শুরু করার পরিকল্পনা ঘোষণা করেছে। শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রুট দুটি হল, রাজাবাজার-বিধাননগর এবং এসপ্ল্যানেড-খিদিরপুর। যেহেতু পুজোর আগে ট্রাম পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই জন্য প্রস্তুতি চলছে জোরকদমে বলে জানানো হয়েছে। এসপ্ল্যানেড-খিদিরপুর এবং রাজাবাজার-বিধাননগর রুট দুটি মেরামতের জন্য খরচ হবে যথাক্রমে এক কোটি ৩০ লক্ষ টাকা এবং ৭৫ লক্ষ টাকা। এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম-এর কথায়, ট্রাম কলকাতার অন্যতম ঐতিহ্য। তাকে বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। তাই পুজোর আগেই খিদিরপুর-এসপ্ল্যানেড এবং বিধাননগর-রাজাবাজার রুট দু’টিতে পুনরায় চালু করা হবে।

Skip to content