শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

অ্যালার্জি বিভিন্ন রকমের হয়। বিভিন্ন অর্গ্যানে হয়। ত্বক, শ্বাসতন্ত্র এবং ভিতরের অর্গ্যানগুলোতেও অ্যালার্জি হতে পারে। গরমে ত্বক অ্যালার্জি হওয়ার প্রবণতাই বেশি থাকে। সবার ত্বক আবার একরকম হয় না। ত্বকের ধরনের ওপর নির্ভর করেও অনেকসময় অ্যালার্জি হয়। পৃথিবীর সব জিনিসই অ্যালার্জির কারণ হতে পারে। কারও ফুলের রেণু থেকেও অ্যালার্জি হতে পারে আবার কারওর লোশন, শ্যাম্পু ব্যবহার করলেও অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির হাত থেকে রেহাই পেতে হলে আগে জানতে হবে অ্যালার্জি কেন হয়? কোথায় হয়? এর উপসর্গ কী? অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার উপায় কী? এই সবকিছু সম্পর্কে অবগত থাকা জরুরি।

অ্যালার্জি কেন হয়

অনেকের ফুলের রেণুতে অ্যালার্জি হয়। ধরুন ফুলের রেণু আমার ক্ষেত্রে কোনও অসুবিধা তৈরি করছে না। কিন্তু আপনার ক্ষেত্রে এই ফুলের রেণু ফরেন প্রোটিনের কাজ করছে। এই ফুলের রেণু আপনার ক্ষেত্রে যখনই সহ্য হয় না, তখনই এর বিরুদ্ধে শরীরে একটি রিয়্যাকশন হয়। রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেমটা একটি চক্র গড়ে তোলে। সেইসময় শরীরের ভিতরে হিস্টামিন সিক্রিশন হয়। আর এর জন্যই অ্যালার্জি হয়। অ্যালার্জি যদি বেশি মাত্রায় হয় তাহলে এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি শ্বাসতন্ত্রে যে শ্বাসনালি থাকে তা সংকোচন হয়, ফলে শ্বাস নিতে অসুবিধা হয়। আর তাতেই অনেকের হাঁপের টান চলে আসে। তাই অ্যালার্জি কেন হয় সেটা জানা দরকার। তার জন্য আগে অ্যালার্জি টেস্ট করতে হবে।

সাধারণত কোন কোন জায়গায় হয়

অ্যালার্জি শরীরের সব জায়গায় হতে পারে। মুখের ত্বকে, হাতের ত্বকে, পায়ে, মুখের ভিতরে, জিভে আবার অনেকসময় শ্বাসতন্ত্রেও অ্যালার্জি হয়।

উপসর্গ

অ্যালার্জি হলে ত্বক ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা হয়, প্রদাহ হয়, চুলকায়, জ্বালা করে। এর পাশাপাশি অ্যালার্জি বেশি মাত্রায় হলে অনেকসময় কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে।

মুক্তির উপায়

অ্যালার্জির থেকে মুক্তি পেতে হলে প্রথমেই ত্বক চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাধারণত, অ্যালার্জির জন্য অ্যান্টি হিস্টামিনিক ওষুধ দিয়ে থাকেন চিকিৎসক। শ্বাসনালির সংকোচনকে প্রসারিত করার জন্য ব্রঙ্কোডায়েলটর দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে অনেক সময় ব্রঙ্কোডায়েলটর ইনজেকশন দিতে হয়। আবার পরিস্থিতি বুঝে ব্রঙ্কোডায়েলটরের ওষুধও ব্যবহার করা হয়। দীর্ঘদিনের অ্যালার্জির সমস্যা থাকলে ভ্যাকসিনও দিতে হতে পারে। তবে, রোগীর অ্যালার্জি টেস্টের পরই ত্বক চিকিৎসকরা সেই ভ্যাকসিন দিয়ে থাকেন৷

যোগাযোগ: ৯৮৩১১৯৫৭০১


Skip to content