শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২৪৭ জন। শতাংশের হিসেবে সোমবারের চেয়ে সংক্রমণ কমেছে ৪৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, গত সোমবার সংক্রমিত হয়েছিলেন ২১৮৩ জন। সংখ্যাটি রবিবারের থেকে দ্বিগুণ ছিল। তবে গত ২৪ ঘণ্টায় সারা দেশে সংক্রমণের হার কমলেও রাজধানী দিল্লির পরিস্থিতি ক্রমশ খারাপের পথে। দিল্লিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০১ জন। রোজ সংক্রমিত হওয়ার সংিখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন আক্রান্ত হয়ছেন। আর গত ২৪ ঘণ্টায় দেশে ১ জনে মৃত্যু হয়েছে। এখান দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১১,৮৬০ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

Skip to content