করোনা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা দেশ। কিন্তু এই স্বস্তির মধ্যে আবারও থাবা বসালো করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান অনুযায়ী, রবিবারের তুলনায় সোমবার দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ১৮৩ জন। রবিবারে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৫০। গত ২০ ফেব্রুয়ারির পর থেকে এখনও পর্যন্ত দিল্লিতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ এরও বেশি। কোভিড বিশেষজ্ঞদের কথায়, ওমিক্রন ও ডেল্টা রূপে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বাড়লেও, মৃতের সংখ্যা অনেক কম। বর্তমানে সারা দেশে মোট ১১ হাজার ৫৪২ জন সক্রিয় রোগী রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ৯৪০ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন উত্তরপ্রদেশের এবং বাকি ২১৩ জনই কেরলের বাসিন্দা।