সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। কী করে একটু ঘর ঠান্ডা রাখা যায় তার জন্য আমরা নানান রকম উপায় অবলম্বন করে থাকি। কখনও এসি চালাই, কখনও বা এয়ারকুলার দিয়ে ঘর ঠান্ডা করি। তাছাড়া ফ্যান তো আছেই। কিন্তু এসব কিছুর মূলে আছে বিদ্যুতের খরচ, যা আকাশ ছোঁয়া। তাই বিদ্যুতের সাশ্রয় করে কীভাবে ঘর ঠান্ডা রাখা যায় বা ঠান্ডা থাকা যায় তার জন্য আমরা হাতপাখার ব্যবহার করে থাকি। বেশিরভাগ হাতপাখা মানেই তাল পাতার তৈরি পাখা। একবার কিনলেই আর কোন চিন্তা নেই। গ্রামীণ অঞ্চলে তৈরি হওয়া এই পাখার দাম শহরাঞ্চলে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে সাধারণত একজোড়া তাল পাখার দাম ৫০ টাকা থেকে ৭৫ টাকার মধ্যে হয়ে থাকে। কলকাতা সহ অন্যান্য শহরাঞ্চলে এই পাখার দাম আরও একটু বেশি। তবে সেটাও সর্বাধিক ১০০ টাকার মধ্যেই পাওয়া যায়। কিন্তু জানেন কি? আমাজনে এই পাখা ৩৬ শতাংশ ছাড় দিয়ে তিনশো কুড়ি টাকা দাম। আসলে এই তালপাতার পাখা দুটির দাম লেখা রয়েছে ৪৯৯ টাকা। ছাড় দিয়ে তা বিক্রি হচ্ছে তিনশো কুড়ি টাকায়। এই দাম দেখে তো আপামর জনতার চক্ষু চড়কগাছ। এক জোড়া হাত পাখার দাম যে এত হতে পারে তা কল্পনার অতীত অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন মানুষজনদের অনেকের। দাম শুনে অনেকে ব্যাঙ্গ করে বলছেন, আমাজনে হাতপাখা কিনতে যা খরচ হবে, সারা মাসের ইলেকট্রিক ফ্যান চালিয়েও তত টাকার বিদ্যুতের বিল হবে না।

Skip to content