স্লিপ হাইজিন
● আমরা অনেকেই একটি বিশেষ পরিভাষার সঙ্গে পরিচিত— ‘স্লিপ হাইজিন’। অধিকাংশ মানুষেরই কিন্তু স্লিপ হাইজিন পরিভাষাটি সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। কী এই স্লিপ হাইজিন? স্লিপ হাইজিন বা ঘুমের স্বাস্থ্যসংক্রান্ত দিকটিতে লক্ষ্য রাখার জন্য কিন্তু আমাদের নজর রাখতে হবে রাত্রে যেন আমাদের আহার হয় পরিমিত। অতিরিক্ত মশলাযুক্ত খাবার বেশি পরিমাণে খেলে আমাদের শরীরের বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি পায়, যার ফলে শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় এবং ঘুমের বিঘ্ন ঘটায়। পাশাপাশি চা, কফি বা অ্যালকোহল জাতীয় উত্তেজক পানীয় রাতে ঘুমোতে যাওয়ার আগে খেলে অবধারিতভাবে ঘুমের সমস্যা হবে। বিশেষত চা, কফি আপনি যদি ঘুমোতে যাওয়ার ছ-ঘণ্টার মধ্যে খান তাহলে কিন্তু অনিদ্রার সমস্যা বাড়তে বাধ্য। চা, কফি খাওয়ার অভ্যাস থাকলে চেষ্টা করুন বিকেলের দিকে খেতে এবং খাওয়ার ছ-সাত ঘণ্টা পরে ঘুমোতে যেতে। সেরকমই অনেকে ভাবেন অ্যালকোহল হয়তো অনিদ্রার সমস্যা দূর করতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে একটা নির্দিষ্ট সময়ের পর ঘুমের জন্য অ্যালকোহল পান করার অভ্যাস রীতিমতো নেশায় পর্যবসিত হয়, যার ফলে অনিদ্রার সমস্যা তো মেটেই না উপরন্তু বাড়ে। মনে রাখা প্রয়োজন অতিরিক্ত ঘুমের ওষুধ বা অ্যালকোহল পান—এই দুই অভ্যাসই কিন্তু অনিদ্রা বাড়ায় এবং অন্যান্য বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে। তাই নিজে থেকে উপযাচক হয়ে অনিদ্রার সমস্যা দূর করার জন্য ঘুমের ওষুধ খাওয়া বা অ্যালকোহল পান করার অভ্যাস কখনওই তৈরি করবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হবে।