ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
দিনের অনেকটা সময় আমাদের রান্নাঘরে কেটে যায়। একঘেয়েমি খাবার খেতে যেমন আমাদের ভালো লাগে না, ঠিক তেমনই একই রান্নাঘরে রান্না করতেও আমাদের একঘেয়ে লাগে। তাই আমাদের যেমন মাঝে মাঝে স্বাদ বদলাতে ইচ্ছে করে তেমনই রান্নাঘরকে নতুন রূপ দিতেও ইচ্ছে করে। কিন্তু আর্থিক অভাবের কারণে সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাই জেনে নিন কম খরচে কীভাবে রান্নাঘরকে নতুন রূপ দেওয়া যায়৷
● সকলের পক্ষে সবসময় পুরো রান্নাঘর রং করা সম্ভব নয়, কারণ তা খুবই খরচসাপেক্ষ। তাই পুরো রান্নাঘর রং করার বদলে, রান্নাঘরে থাকা আসবাবপত্রগুলি নতুন করে রং করতে পারেন। তাহলেই আপনার রান্নাঘরটি নতুন রূপ পাবে।
● আপনার রান্নাঘরে থাকা রান্নার পুরনো সরঞ্জাম যেমন হাতা খুন্তি ইত্যাদি বদলে দিন৷ তার জায়গায় একটু রং-বেরঙের অত্যাধুনিক রান্নার সরঞ্জাম কিনে রান্নাঘরে সাজিয়ে রাখুন৷ দেখবেন রান্নাঘরটি আপনার নতুন দেখতে লাগবে।
● রান্নাঘরটির সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি যেকোনও ধরনের গাছ যেমন—মানিপ্ল্যান্ট, পিটুনিয়া, পাতাবাহার ইত্যাদি গাছ লাগাতে পারেন। এই গাছগুলি নানারকম ডিজাইন করা কাচের বোতলে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ সুন্দর লাগবে।
● রান্নাঘরটিকে আরও সুন্দর করে তোলার জন্য রান্নাঘরের দেওয়ালে কিছু মজার মজার পোস্টার বাঁধিয়ে বা আঁঠা দেওয়া কনট্যাক্ট পেপার লাগাতে পারেন। তাতে আপনার পুরোনো দেওয়ালটি সুন্দর লাগবে।