বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে শাহবাজই এখন এগিয়ে বলে খবর। ফলে বিশাল কিছু পরিবর্তন ঘটে না গেলে শাহবাজই হচ্ছেন পাক প্রধানমন্ত্রী। বিলাবল ভুট্টো পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে।
পাক প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে যেতে পারেন টের পেয়েই তিনি পাক ন্যাশনল অ্যাসেম্বলি হল-এ আসেননি। ভোটের আগেই তাঁর দলের সংসদরাও বেরিয়ে যান। ইমরান খানের বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। ইমরান খানের সরকার পতনের পর পাকিস্তানের আকাশে ঘুরছিল একটিই জল্পনা! পরবর্তী পাক প্রধানমন্ত্রী কে? যে জল্পনারও অবসান ঘটল।
ভোটের পর অর্থাৎ ইমরান সরকার পতনের পর স্পিকারের আসনে বসা আয়াজ সাদিক বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে অভিনন্দন জানান। সেখান থেকেই এই জল্পনা প্রথম শুরু হয়েছিল। তবে কি শাহবাজই হতে চলেছে পরবর্তী পাক প্রধানমন্ত্রী! সেখানে শাহবাজ বলেন বদলা নেওয়ার রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। জনসাধারণের ইচ্ছাই শেষ কথা। পাকিস্তানের সুদিন ফিরতে চলেছে বলেও মনে করেন।
এখন প্রশ্ন হল কে এই শাহবাজ? তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ও মুসলিম লিগের প্রধান নওয়াজ শরিফের ভাই। শাহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন। এই প্রদেশে তিনি তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। নওয়াজ দেশ ছাড়ার পরে মুসলিম লিগের সভাপতির আসনে বসেন তিনি। শাহবাজ ন্যাশনল অ্যাসেম্বলির সদস্য হন ২০১৮ সালের ১৩ আগস্ট। সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার অর্থাৎ ১১ এপ্রিল পাক ন্যাশনল অ্যাসেম্বলি হলে তাঁকে প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে।

Skip to content