রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

করোনা ভাইরাসের এক্সই রূপের সংক্রমণ মিলেছে গুজরাতে। গুজরাত সরকারের একটি সূত্র থেকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এখনও এবিষয়ে কিছু জানা যায়নি। করোনা ভাইরাসের এই এক্সই রূপ নিয়ে সম্প্রতি হু জানিয়েছেন, ওমিক্রনের বি.এ২ উপপ্রজাতির তুলনায় অনেক বেশি সংক্রামক এটি। বিশেষজ্ঞদের একাংশের মতে, এক্সই-এর সংক্রমণ ক্ষমতা ১০% থেকে ১০ গুণ পর্যন্ত বেশি হতে পারে। যদিও হু-এর বিশেষজ্ঞদের অনুমান বি.এ ১ এবং বি.এ ২ উপজাতির সংক্রমণের ফলেই এই এক্স রূপটির উৎপত্তি।
কয়েকদিন আগেই বৃহন্মুম্বই পুর কর্তৃপক্ষ ও মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর দাবি করেছিল, বিদেশফেরত এক মহিলার দেহে এই এক্সই রূপের সন্ধান মিলেছে। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেই দাবিকে স্বীকৃতি দেননি। কারণ এর নমুনা জিনোম সিকোয়েন্সিংর জন্য পাঠানো হয়। বিশেষজ্ঞরা সেটি পরীক্ষা করে বলেন এক্সই রূপের থেকে আলাদা এই নমুনা।

Skip to content