গতকাল অর্থাৎ গত ৭ এপ্রিল মুক্তি পেয়েছে তুষার জলোটা পরিচালিত ‘দশবি’ ছবি। সেই ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, নিমরাত কাউর, গৌতম জাঁদরেল প্রমুখ। অভিষেক বচ্চন একজন জাঠ নেতা গঙ্গারাম চৌধুরির ভূমিকায় অভিনয় করছেন। অভিষেকের স্ত্রী বিমলা দেবীর চরিত্রে দেখা গিয়েছে নিমরাত কাউরকে। জেলের জেলার হয়েছেন গৌতম জাঁদরেল। দুর্নীতির অভিযোগে জেলবন্দি হয় মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরীর। তিনি সিদ্ধান্ত নেন, জেলে বসেই পড়াশোনা করবেন। বোর্ড পরীক্ষার প্রস্তুতিও নিতে থাকেন তিনি। প্রতিজ্ঞা করেন এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে আর মুখ্যমন্ত্রী হবেন না।
তিনি জেলে বসেই ভাবেন ক্ষমতা রাখতে হবে তার বাড়ির মধ্যেই। তখন মুখ্যমন্ত্রীর পদ যাক তার স্ত্রী বিমলা দেবীর হাতে। কিন্তু ক্ষমতাশালী স্বামীর হাতের পুতুল হয়ে থাকতে চান না বিমলা দেবী। এদিকে জেলসুপার জ্যোতি দেসওয়াল গঙ্গারামকে পড়াশোনার উৎসাহ দেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলার জীবনীর উপর তৈরি হয়েছে এই ছবি। ছবিটির জোর প্রচার করছেন অভিষেক বচ্চন। অভিষেকের পাশে বরাবরই দাঁড়িয়েছেন তার বাবা অমিতাভ বচ্চন। এবারও তিনি ছেলের ছবির প্রচার করছেন। যার ফলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে।
তিনি জেলে বসেই ভাবেন ক্ষমতা রাখতে হবে তার বাড়ির মধ্যেই। তখন মুখ্যমন্ত্রীর পদ যাক তার স্ত্রী বিমলা দেবীর হাতে। কিন্তু ক্ষমতাশালী স্বামীর হাতের পুতুল হয়ে থাকতে চান না বিমলা দেবী। এদিকে জেলসুপার জ্যোতি দেসওয়াল গঙ্গারামকে পড়াশোনার উৎসাহ দেন। হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতলার জীবনীর উপর তৈরি হয়েছে এই ছবি। ছবিটির জোর প্রচার করছেন অভিষেক বচ্চন। অভিষেকের পাশে বরাবরই দাঁড়িয়েছেন তার বাবা অমিতাভ বচ্চন। এবারও তিনি ছেলের ছবির প্রচার করছেন। যার ফলে তাঁকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে।
অমিতাভ বচ্চন সামাজিক মাধ্যমে সবসময়ই সক্রিয় থাকেন। কাজেই বলিউড শাহেনশাহ এই ট্রোল দেখা মাত্রই এই প্রতিবাদ করেন। তিনি লেখেন ‘জি হ্যাঁ হুজুর, আমি প্রচার করি। তো এ জন্য কি করতে পারবে?’ বিগ বি-এর পোস্ট দ্রুত ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। সামাজিক মাধ্যমে তিনি সক্রিয় থাকার কারণে তাঁর ভক্তরা প্রায়ই তাঁর পোস্ট দেখতে পান। কিছুদিন আগেও অমিতাভ বচ্চন তাঁর উত্তরাধিকার নিয়ে সংবাদ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন—’অভিষেক, তুমিই আমার উত্তরাধিকার থাকবে। একবার বলে দিয়েছি যখন, থাকবে’।