Skip to content
মঙ্গলবার ১৫ এপ্রিল, ২০২৫


বেশ কিছুদিন হল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বড়পর্দা থেকে ছোটপর্দা সর্বত্রই তাঁর বিচরণ ছিল। তবে তিনি তাঁর অভিনয় দক্ষতার জন্য যোগ্য সম্মান পেয়েছেন কি না তা নিয়ে এখনও প্রশ্ন ওঠে। বড়পর্দা থেকে সরে এলেও পরবর্তীতে ছোটপর্দায় অভিনয় করেছিলেন। ধীরে ধীরে টেলিপর্দার দর্শকের কাছেও জনপ্রিয়তা অর্জন করছিলেন তিনি। কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন। ২৪ মার্চ, ২০২২-এ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বহুবছর পর আবার বড়পর্দায় ‘নায়ক’ হয়েছিলেন তিনি। তাঁর অভিনীত শেষ ছবি ‘পঞ্চভুজ’ মুক্তির দোরগোড়ায় থাকা সত্ত্বেও তা দেখে যেতে পারলেন না অভিনেতা। এদিকে, তাঁর একমাত্র মেয়ে সাইনা সপ্তম শ্রেণিতে উঠল। বাবার আদরের মেয়ের নতুন ক্লাসে ওঠার আনন্দ থেকেও বঞ্চিত হলেন অভিষেক চট্টোপাধ্যায়। তবে, বাবার বেঁধে যাওয়া টাই পরেই নতুন ক্লাসে গেল সাইনা। বৃহস্পতিবার স্কুল যাওয়ার সময় সকালে সদ্য চিরবিদায় নেওয়া বাবার ছবিকেই আঁকড়ে ধরেছে সে। আশীর্বাদ চেয়েছে বাবার কাছে। সেই ছবিই এদিন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুকে পোস্ট করেছেন তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।