সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

কপালে টিপ পরা আপনার নিজস্ব স্বাধীনতা। তাতে অপর ব্যক্তির আপত্তি থাকা ধৃষ্টতা মাত্র। কিন্তু সেই স্বাধীনতা হয়তো সকলের নেই! তাই চরম হেনস্থা হতে হল বাংলাদেশের এক মহিলাকে। মৌলবাদী মানসিকতার পরিচয় মিলল বাংলাদেশে। তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার লতা সমাদ্দার অভিযোগ জানিয়েছেন, পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাঁর কপালে টিপ দেখে তাকে কদর্য ভাষায় গালিগালাজ করেন। এমনকী সেই ব্যক্তি যে মোটরসাইকেলে বসেছিলেন সেই বাইকটিও তিনি তাঁর পায়ের উপর দিয়ে নিয়ে চলে যান। শিক্ষিকা লতা সমাদ্দারের কথায়, বাংলাদেশের রাস্তায় এর আগেও তাঁর টিপ পরা নিয়ে অনেক কুরুচিকর কথা তাঁকে শুনতে হয়েছে। কিন্তু পুলিশের কাছ থেকে এমন ব্যবহার তিনি কখনওই আশা করেননি।
তিনি ঢাকার শের-ই বাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরে পুলিশ খোঁজখবর নেওয়া শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সেদিন ওই চত্বরে যাঁদের ডিউটি ছিল লতা দেবীর বর্ণনা অনুযায়ী মেলানো সম্ভব হয়নি তাঁদের সঙ্গে। লতাদেবী ওই ব্যক্তির বাইকের কয়েকটি ডিজিট বলতে পেরেছেন মাত্র। তাই বাইকটিকেও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তকে ধরতে পারলে কঠিন শাস্তি দেবে প্রশাসন এমনটাই খবর।
এই ঘটনাটি জনসমক্ষে আসা মাত্রই বহু মানুষ প্রতিবাদ করেছেন। রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন দেশের মহিলা আধিকারিক কর্মীরা। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় তুলেছেন নিজের টিপ পরা দিয়ে বহু মহিলা। টিপ পরা আমার স্বাধীনতা—প্রতিবাদের ভাষা ছিল এইটাই।

Skip to content