রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আগামী ১৭ জুলাই হবে National Eligibility cum Entrance Test বা NEET UG পরীক্ষা। স্কুল ফাইনাল পরীক্ষার পাশাপাশি যারা জোরকদমে চালাচ্ছিল স্নাতক স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি, সেইসমস্ত পড়ুয়াদের জন্য এবার সুখবর। আগামী জুলাই মাসেই আয়োজিত হতে চলেছে স্নাতক স্তরের ডাক্তারি কোর্সের প্রবেশিকা পরীক্ষা। ১৩টি ভাষায় পরীক্ষা হবে। ২ এপ্রিল থেকে চালু হয় গিয়েছে অনলাইন ফর্ম ফিলাপ পদ্ধতি। পরীক্ষা দিতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা NEET পরীক্ষার সরকারি ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে নিজেদের আবেদনপত্র জমা করতে পারবেন। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে খাতায় কলমে নেওয়া হবে এই পরীক্ষা এবং মোট ১৩টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। অতঃপর পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর কর দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে।
২০২১ সালে ১৬ লাখের উপর পরীক্ষার্থী NEET UG-র জন্য নিজেদের নাম নথিভুক্ত করেন এবং তাদের মধ্যে থেকে প্রায় ৯৫.৬ শতাংশ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনজন পরীক্ষার্থী গত বছরের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। ২০২২-এর পরীক্ষার আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ সম্ভবত ৭ মে পর্যন্ত। পাশাপাশি আবেদনপত্র জমা করাকালীন পরীক্ষার্থীদের তরফ থেকে কোনওরকম ভুল-ত্রুটি হয়ে থাকলে তাদের জন্য খোলা থাকবে উইন্ডো কারেকশান। আবেদনপত্র জমা করার মেয়াদ হওয়ার পর পাঁচদিন পর্যন্ত এই উইন্ডো কারেকশানের মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের আবেদনপত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা সংশোধন করার সুযোগ পাবেন। NTA-এর আধিকারিকের তরফ থেকে জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও শিক্ষামন্ত্রকের সঙ্গে পরামর্শ করেই এই পরীক্ষার দিনক্ষণ স্থির করা হয়েছে।

Skip to content