ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
সামনেই পয়লা বৈশাখ। আর নববর্ষ মানেই বাঙালিয়ানা। এই সময় নিজেদের নতুন ও রঙিন পোশাকে সাজিয়ে তোলেন আট থেকে আশি—সকলেই। শুধু পোশাক নয়, এবার পয়লা বৈশাখে রঙিন করে তুলুন আপনার অন্দরমহল। ঘর থেকে বারান্দা, বৈঠকি আড্ডা থেকে শুরু করে খাবার টেবিল—সব জায়গায় আনুন বাঙালিয়ানার ছোঁয়া। তাই আর দেরি না করে নববর্ষের আগেই সাজিয়ে ফেলুন আপনার ঘরদোর। বছরের শুরুতেই আরও রঙিন ও নতুন করে তুলুন আপনার সাধের অন্দরমহলকে। ঘর সাজাতে কী করবেন? জেনে নিন।
বসার ঘর সাজান বাঙালিয়ানার ছোঁয়ায়
● পয়লা বৈশাখে আপনার বসার ঘরকে আকর্ষণীয় করে তুলুন। তার জন্য প্রথমেই একপাশে রেখে দিন সোফাগুলোকে। এতে আপনার বসার ঘরে কিছুটা খালি জায়গা বেরিয়ে আসবে। আর নববর্ষ হল বাঙালির একটা বিশেষ উৎসব। সেইজন্য আপনার ঘরে যাতে ভরপুর বাঙালিয়ানার ছাপ থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সোফাগুলো একপাশ করে দেওয়ার পর ঘরে যে ফাঁকা স্থান বেরিয়ে এল, সেখানে বিছিয়ে নিতে পারেন একটি শীতলপাটি। তার উপর সুন্দর কারুকার্য করা নকশিকাঁথা পেতে দিতে পারেন। পাশে রাখতে পারেন রঙিন কুশন। এছাড়াও, মাটির শোপিস, হাতপাখা দিয়েও বসার ঘর সাজাতে পারেন আপনি। বসার ঘর যদি বড় হয় তাহলে মেঝের মাঝখানে আঁকুন আলপনা। এতে অন্দরমহলের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। বসার ঘরে হালকা রঙের পর্দা ব্যবহার করতে পারেন। ঘরের কোণগুলো সাজাতে পারেন সবুজ গাছ দিয়ে। আর ঘরের সৌন্দর্য আরও বাড়াতে হলে ফুলদানিতে রাখতে পারেন একগুচ্ছ রজনীগন্ধা। ব্যস, তাহলেই আপনার বসার ঘরের বৈশাখী সাজ তৈরি।
সুন্দর কারুকার্য করা দেশীয় জিনিস দিয়ে সাজান খাবার টেবিল
● বাড়ির একটি গুরুত্বপূর্ণ অংশ হল খাবার টেবিল। খাবার টেবিলের শৌখিনতার উপরও নির্ভর করে ঘর কতটা আকর্ষণীয়। পয়লা বৈশাখে দেশীয় উপাদান দিয়ে সাজান খাবার টেবিল। মাটি, বাঁশ আর বেতের তৈরি জিনিস দিয়ে খাবার টেবিল সাজিয়ে তুলুন একেবারে নতুনভাবে। এক্ষেত্রে রানারের উপর রাখতে পারেন মাটির মোমদানি ও বাঁশের গ্লাস স্ট্যান্ড। মাটির ফুলদানিতে কিছু তাজা ফুল দিয়েও সাজাতে পারেন খাবার টেবিল। এতে টেবিল হয়ে উঠবে আরও আকর্ষণীয়।
শোবার ঘরে ধরে রাখুন ঐতিহ্য
● শোবার ঘর হল অন্দরমহলের আরও একটি বিশেষ অংশ। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও লোকশিল্পের নানা মোটিফ থাকা বিছানার চাদর পয়লা বৈশাখে শোবার ঘর সাজানোর জন্য একেবারে উপযুক্ত। আর এই ধরনের বিছানার চাদরের সঙ্গে যদি উজ্জ্বল রঙের পিলো কভার রাখেন, তাহলে আপনার শোবার ঘরের শোভন দ্বিগুণ বেড়ে যাবে। ঘরের পর্দা রাখুন চাদরের রঙের সঙ্গে মিলিয়ে। কুশন কভার, টেবিল ক্লথ, টেবিল রানার ইত্যাদিতেও রঙের ছোঁয়া নিয়ে আসুন। আপনার শোবার ঘরে খাটের পাশে যদি ছোট টেবিল থাকে, তাহলে তাতে মাটির পাত্রে ফুল সাজিয়ে রাখুন। ঘরে খালি দেয়াল থাকলে মাটির, বেতের কিংবা কাঠের কারুকার্য করা বড় আয়না দিয়ে তা সাজাতে পারেন।
ঘরকে রঙিন করে তুলুন
● পয়লা বৈশাখের আগে ঘরের দেওয়াল আর সিলিংগুলোকে মনের মতো রঙে সাজিয়ে তুলুন। দেওয়াল ও সিলিং সাজাতে ব্যবহার করুন রঙিন কাগজের ফুল, আলপনা আঁকা কাগজ, দড়িতে রঙিন হাঁড়ি-র মতো শৌখিন জিনিসপত্র। আপনার অন্দরমহলে যদি সিঁড়িঘর থেকে থাকে, তাহলে সিঁড়িতে রাখতে পারেন ছোট ছোট মাটির প্রদীপ।