রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ফের অন্যান্য অনেক ছোটপর্দার জুটির মতোই আরও ছোটপর্দায় জনপ্রিয় জুটি প্রথমবার একসঙ্গে পা রাখত চলেছে বড়পর্দায়। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইচ্ছে নদী’তে অনুরাগ এবং মেঘলার জুটিকে এই ধারাবাহিক শেষ হওয়ার পরেও দর্শকরা বারবার ফিরে পেতে চেয়েছেন পর্দায়। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অনুরাগের ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং মেঘলার ভূমিকায় শোলাঙ্কি রায়, আর এবার অনুরাগ-শোলাঙ্কি বড়পর্দায় নিয়ে ফিরছেন ঋতবান ও অনিন্দিতার প্রেমের আখ্যান।
পরিচালক অরিত্র সেনের দ্বিতীয় ছবি ‘শহরের উষ্ণতম দিনে’তে অনুরাগ এবং শোলাঙ্কিকে মানুষ ফিরে পাবেন ঋতবান ও অনিন্দিতার ভূমিকায়। পরমব্রত চট্টোপাধ্যায় ও ঈশা সাহা অভিনীত অরিত্রর প্রথম ছবি ‘ঘরে ফেরার গান’-এর স্থানিক প্রেক্ষাপট লন্ডন হলেও এবার পরিচালক কিন্তু কলকাতাকেই বেছে নিয়েছেন তাঁর ছবির স্থানিক প্রেক্ষাপট হিসাবে। ছবিতে ঋতবান ওরফে একজন প্রবাসী গবেষক যে বেশ কয়েকবছর পরে শহরে ফিরছে এবং এই ফেরা কেবল নিছকই এক প্রত্যাবর্তন নয়, এই প্রত্যাবর্তন পুরনো স্মৃতির কাছে, ফেলে যাওয়া অনুভূতির কাছেও প্রত্যাবর্তন বটে, আর সেই অনুভূতির নাম অনিন্দিতা (শোলাঙ্কি)। অনিন্দিতা বর্তমানে একজন রেডিও জকি। কিছু বিশেষ কারণে অনিন্দিতা ও ঋতবানের কলেজজীবনের প্রেমে ছেদ পড়েছিল, আলাদা হয়ে গিয়েছিল উভয়ের পথ, কিন্তু স্মৃতির আবার এক ফিরে আসা, ফিরতে চাওয়া পুরনো অনুভূতির কাছে। এমন এক ফেরার যাত্রা নিয়ে গল্প বলতে আসছেন পরিচালক অরিত্র সেন।
শোলাঙ্কি অনিন্দিতার চরিত্রের জন্য প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন, যদিও এখনও চিত্রনাট্য পড়া হয়নি তার। কেমন হবে ঋতবান-অনিন্দিতার এই যাত্রা? বিক্রম-শোলাঙ্কি তো খুবই আশাবাদী, দর্শকরাও নিশ্চই দিন গুনছেন। তবে ছবির শ্যুটিং কবে থেকে আরম্ভ হতে চলেছে সে বিষয়ে এখনও কোনও সঠিক তথ্য জানা যায়নি।

ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content