আজ বাদে কাল দোল উৎসব৷ সর্বস্তরের মানুষ মেতে উঠবেন এই রং-উৎসবে৷ কিন্তু এই উৎসব যেন কারও ক্ষতির কারণ না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষত চোখের সুরক্ষা নিয়ে বাড়তি যত্ন নেওয়া খুব জরুরি। সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে৷ তাই জেনে নিন রং-উৎসবে কী কী করবেন, আর কী কী করবেন না৷
রং খেলার আগে সতর্কতা
● রং খেলতে যাওয়ার আগে খুব ভালো করে মুখে এবং চোখের চারপাশে নারকেল তেল বা কোল্ড ক্রিম মাখে নিন৷
● উৎসবে শামিল হলে অবশ্যই চশমা পরুন৷ যাঁরা চোখের সমস্যার জন্য চশমা পরেন তাঁরা তো পরবেনই, কিন্তু যাঁরা চশমা পরেন না তাঁরাও পাওয়ার ছাড়া চশমা পরবেন৷
● রং খেলতে যাওয়ার আগে চোখ থেকে কন্ট্যাক্ট লেন্স খুলে ফেলুন৷
● গাড়ি করে যখন কোথাও যাবেন তখন গাড়ির জানালা অবশ্যই বন্ধ রাখবেন৷
চোখের ভেতরে রং ঢুকলে
● চোখে রং পড়ে গেলে ওই অবস্থায় চোখে হাত দেবেন না৷ এ সময় বারবার চোখ বন্ধ করবেন ও খুলবেন৷ আর পরিষ্কার হাতে চোখে জলের ঝাপটা দেবেন৷
● নিজের চোখের চিকিৎসা কখনওই নিজে করবেন না৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন৷ ওইদিন যেহেতু ডাক্তারবাবুরদের চেম্বার বন্ধ থাকতে পারে সেহেতু আপনাকে হাসপাতালে আপৎকালীন বিভাগে চোখ দেখিয়ে নিতে হবে৷
চোখে রং ঢুকেছে বুঝবেন কী করে
● চোখে রং পড়লে আপনার চোখ প্রচণ্ড করকর করবে৷
● চোখ খুলতে খুব কষ্ট হবে৷
● আলোর দিকে তাকানো যাবে না, চোখ লাল হয়ে যাবে এবং প্রচণ্ড চুলকাবে৷
● কারও যদি অ্যালার্জি থাকে তাহলে চোখের পাতা ফুলে যেতে পারে৷ চোখ দিয়ে জল পড়বে৷
কী কী ক্ষতি হতে পারে
● রং দেওয়ার সময় চোখে আঙুলের খোঁচা লেগে ভিতরে ইনজুরি হতে পারে, তা থেকে রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে৷
● রং খেলার সময় যে বেলুনগুলো ছোড়া হয় সেগুলো কারও চোখের কাছাকাছি ফাটলে, বেলুন ফাটার যে প্রেশার তা থেকেও চোখে ব্ল্যান্ট ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে৷
● যাঁদের মাইনাস পাওয়ার বা চোখে অনেক বেশি ইনজুরি আছে তাঁদের চোখ খুবই স্পর্শকাতর৷ মোটামুটিভাবে যাঁদের চোখে পাওয়ার মাইনাস ৫-এর উপরে পাওয়ার আছে তাঁদের চোখে যেন আঘাত না লাগা, তা খেয়াল রাখতে হবে। এসময় কেউ রং দিয়ে এলে দুই হাত দিয়ে নিজের চোখটিকে ঢেকে রাখবেন৷
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।