বুধবার ২২ জানুয়ারি, ২০২৫


রাজ্যে বসবাসকারী সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্য সরকার ২০২০ সালের ১ এপ্রিল নিয়ে এসেছিল ‘জয় বাংলা’ প্রকল্প।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে যে সমস্ত সামাজিক নিরাপত্তা পেনশন আছে সেগুলিকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য এই প্রকল্পের বাস্তবায়ন করানো হয়েছে।

জয় বাংলা প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন পেনশনমূলক প্রকল্প
লোক প্রসার প্রকল্প
মানবিক পেনশন
তপশিলি বন্ধু
মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা।
জয় জোহার
নারী ও শিশু বিকাশ দপ্তর পরিচালিত বার্ধক্য ও বিধবা ভাতা।
শিল্পী ও তাঁতিদের বার্ধক্য ভাতা।
কৃষকদের বার্ধক্য ভাতা।
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, নগরায়ন দপ্তর পরিচালিত বার্ধক্য ও বিধবা ভাতা।

কারা আবেদনের জন্য যোগ্য
যিনি আবেদন করেছেন তাঁর বয়স ৬০ বছরের বেশি হতে হবে।
যিনি এই প্রকল্পে আবেদন করেছেন তাঁকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
জয় জোহার এবং তপশিলি বন্ধু প্রকল্পে যিনি আবেদন করেছেন তাঁকে অনগ্রসর শ্রেণিভুক্ত হতে হবে এবং বিপিএল তালিকায় সেই ব্যক্তির নাম থাকতে হবে।
রাজ্য সরকার দ্বারা পরিচালিত অন্য কোনও পেনশন প্রকল্পে যদি কেউ আবেদন করে থাকেন তাহলে সেই ব্যক্তি জয় বাংলা প্রকল্পে আবেদন করতে পারবেন না।

জয় বাংলা প্রকল্পে বিভিন্ন মাসিক পেনশন
তপশিলি বন্ধু, জয় জোহার, মানবিক পেনশন, লোক প্রসার প্রকল্প, বার্ধক্য ও বিধবা ভাতা, কৃষকদের বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা, শিল্পী ও তাঁতিদের বার্ধক্য ভাতা এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে মাসিক ১০০০ টাকা দেওয়া হবে আবেদনকারী ব্যক্তিকে।
কী কী নথি লাগবে
ভোটার কার্ডের ফটোকপি।
রেশন কার্ডের ফটোকপি।
আধার কার্ডের ফটোকপি।
নিজের সই করা ইনকাম সার্টিফিকেটের একটি ফটোকপি।
ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স।
পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
বাসিন্দা শংসাপত্রের একটি ফটোকপি, যেখানে নিজের সই থাকবে।
জাতি শংসাপত্রের ফটোকপি।

আবেদনের পদ্ধতি
জয় বাংলা প্রকল্পে আবেদন সাধারণত অফলাইনে করা হয়। আবেদন করার জন্য আপনাকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি দিয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে জমা দিতে পারেন।

আবেদনপত্র কোথা থেকে সংগ্রহ করবেন
গ্রামাঞ্চলের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস থেকে আবেদনপত্র নিতে পারেন। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এসডিও অফিস থেকে আবেদনপত্র নিতে পারেন। কলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন কমিশনারের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন।

কোথায় জমা দেবেন
গ্রামাঞ্চলের ক্ষেত্রে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এসডিও অফিসে। কলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন কমিশনারের অফিসে আবেদনপত্র জমা করতে পারবেন।

কিছু উল্লেখযোগ্য বিষয়
টাকা সরাসরি আবেদনকারী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কাজেই যাঁরা আবেদন করবেন তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
আবেদন করার পর আবেদনপত্র যাচাই করা হয়। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করা হয়। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সব কিছু যাচাই হয়ে যাবার পরেই অ্যাকাউন্টে টাকা জমা পড়ে।
বিধবা এবং বিশেষভাবে সক্ষমরাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জয় বাংলা প্রকল্পের মাধ্যমে প্রায় ২১ লক্ষ মানুষ এর সুবিধা পাবেন।
তথ্য : https://jaibangla.wb.gov.in/


Skip to content