রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ষড়কোণযুক্ত জমি
ষড়কোণযুক্ত অর্থাৎ ছটি কোনাযুক্ত জমি খুবই ভালো৷ এ ধরনের জমি পরিবারের সকলের উন্নতি ঘটাতে সাহায্য করবে৷ তবে এ ধরনের জমিতে একটা লক্ষ রাখতে হবে যে জমির উভয় দিকে বেরিয়ে আসা স্থানটি যেন ছুঁচের মতো ধারালো কোণ না হয়ে যায়৷
পঞ্চমুখী জমি
এ ধরনের জমিতে বাড়ি করার আগে জমিটিকে সংশোধন করে নিতে হবে৷ জমি সংশোধনের পর ঠিক হয়ে যাবে৷ জমিটিকে এভাবে সংশোধন করা যেতে পারে৷ এ ধরনের জমি, যার পাঁচটি মুখ আছে, তাতে ‘ক’ স্থানে বাড়ি করতে হবে এবং ‘খ’ স্থান ফাঁকা রাখতে হবে৷
সিংহমুখাকার জমি
সিংহের মুখের সামনের দিকটা বড় এবং পিছনের দিকটা সংকুচিত হয়৷ এ ধরনের জমি ব্যবসার পক্ষে ভালো, কিন্তু বসবাস করার পক্ষে উপযুক্ত নয়৷
গোমুখাকৃতি জমি
গোরুর মুখের মতো সামনের দিকটা ছোট, পিছনের দিকটা চওড়া৷ এই ধরনের জমি দেখে মনে হবে একটি গোরু দাঁড়িয়ে অথবা শুয়ে আছে৷ এ ধরনের জমি অত্যন্ত শুভ ও ভালো৷ বসবাস ও অফিস উভয় ক্ষেত্রেই পয়মন্ত৷ এই জমির দক্ষিণ অথবা পশ্চিম দিকে রাস্তা থাকলে আরও ভালো৷
ঢোলাকৃতি জমি
ঢোল অথবা মৃদঙ্গম আকারের জমির ওপর নির্মিত বাড়িতে স্ত্রী এবং পরিবারের মহিলা সদস্যদের জীবনহানির আশঙ্কা থাকে৷
ডিম্বাকৃতি জমি
ডিম্বাকৃতি জমি বিভিন্নভাবে ক্ষতিকর৷ সুতরাং, এই ধরনের জমি উপযুক্ত নয়৷
* বাস্তুবিজ্ঞান (Vastu Shastra): সুরেন্দ্র কাপুর (Surendra Kapoor), বিশিষ্ট বাস্তুবিদ।

Skip to content