সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


দোল উৎসবে রং না মাখলে কি চলে? আবির হোক বা রং, দোলে রং মাখাটা মাস্ট। তবে এদিন যে শুধু রং মাখা হয়, তা বলা ভুল। রং মাখার সঙ্গে সঙ্গে পোশাক ও সাজসজ্জাতেও থাকে রঙের ছোঁয়া। সব মিলিয়ে বছরের এই একটা দিন যেন সকলের মধ্যে রঙিন হওয়ার হিড়িক পড়ে যায়। আর তাই রঙিন মানুষের কথা ভেবে দোল কালেকশন নিয়ে হাজির ‘আঁচল’। এটিকে প্রোডাকশন হাউস বলা যেতে পারে। এখানে তৈরি হওয়া রঙিন পোশাক পৌঁছে যায় বিভিন্ন বুটিকে। অনেকে আবার রঙিন পোশাকের টানে ঢুঁ মারেন ‘আঁচল’-এর আস্তানায়। মূলত, দোল কালেকশনে রঙিন হরফের টি-শার্ট নিয়ে এসেছেন ‘আঁচল’-এর কর্ণধার শ্রাবন্তী চক্রবর্তী।
এখানে আপনি পাবেন সাদা টি-শার্টের উপর রঙিন লেখা। অর্থাৎ, টি-শার্টের উপর রঙের খেলাই আঁচলের দোল স্পেশাল কালেকশন। তবে সাদা টি-শার্ট ছাড়াও আপনি পেয়ে যাবেন কালো, লাল সহ নানা রঙের টি-শার্ট এবং তার সঙ্গে মানানসই রং দিয়ে আপনার পছন্দের লেখা বা কবিতা। ফ্রি সাইজের এই টি-শার্টগুলির দাম ৩৫০ টাকা। সামনেই দোল উৎসব। তাই আর ভেবে কাজ নেই। দোলে রঙিন টি-শার্ট পরার ইচ্ছা থাকলে ‘আঁচল’-এর গর্ভগৃহে একবার ঘুরে আসতে পারেন আপনিও।

ঠিকানা: ৫এ, মহেন্দ্র ব্যানার্জি রোড, কলকাতা – ৭০০০৬০, ফোন নং- ৯৮৩১৫৬৬৯৫৬

Skip to content