সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

রয়্যাল এনফিল্ড যাঁদের পছন্দ, তাঁদের জন্য রয়েছে সুখবর। সংস্থাটি তাঁদের কথা ভেবে এনফিল্ড ‘স্ক্রাম ৪১১’ নামে নতুন একটি মোটরবাইক আনছে। সংস্থা সূত্রে খবর, আগামী ১৫ মার্চ বাজারে আসছে। যাঁরা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাঁদের জন্য এই রয়্যাল এনফিল্ড ‘স্ক্রাম ৪১১’ আদর্শ হতে পারে। তাই পাহাড় থেকে জঙ্গলে, অলি থেকে গলিতে ঘুরে বেড়ানোর জন্য পছন্দের তালিকায় রয়্যাল এনফিল্ড স্ক্রাম ৪১১-কে রাখতে পারেন।
নতুন এই বাইকে কী কী ফিচার থাকছে তা প্রকাশ্যে এসেছে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান মডেলের মতো এই স্ক্রাম ৪১১ মডেলটিকেও সাজানো হয়েছে। হিমালয়ান মতো এতেও একই ধরনের ব্রেকিং ও সাসপেনশন ব্যবহার করা হয়েছে। রয়্যাল এনফিল্ড-এর অনান্য মোটরবাইকের মতো নতুন এই মডেলেও নেভিগেশন সিস্টেম থাকবে। থাকবে আরও উন্নতমানের হেড ল্যাম্প ও সিটের ব্যবস্থা। এর গ্রাউন্ড ক্লিয়ারেনস ২০০এমএম। হিমালয়ানের সামনে-পিছনে লাগেজের ব্যবস্থা থাকলেও নতুন এই বাইক থেকে তা বাদ দেওয়া হয়েছে। এছাড়া থাকবে ৪১১ সিসি এয়ার অয়েল ইঞ্জিন। ২৪.৩ বিএইচপি ক্ষমতার এই ইঞ্জিনের সঙ্গে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে। এছাড়াও একাধিক রাইড মোড থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মোটরবাইকটিতে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দাম কমবেশি ২ লক্ষ টাকা।

Skip to content