বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


দেশের অন্যতম এফএমসিজি সংস্থা কেভেনটার এগ্রো লিমিটেড। এদের সদর দপ্তর কলকাতায়। এবার সংস্থাটি ডিজনি ইন্ডিয়ার কনজিউমার প্রোডাক্টস বিজনেস-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে একাধিক লোভনীয় সুস্বাদু প্রোডাক্ট বাজারে আনতে চলেছে। পরিবারের সব বয়সির কথা মাথায় রেখে ‘ডিজনি ডিলাইটস’, ‘মার্ভেল অ্যাভেঞ্জার্স ডিলাইটস’ এবং ‘মার্ভেল স্পাইডার-ম্যান ডিলাইটস’-এর মধ্যে মিল্কশেক, মিল্ক এবং ফ্রোজেন সাভোরি স্ন্যাকস প্রোডাক্টগুলি বাজারে আনার প্রস্তুতি নিয়েছে সংস্থা দুটি। এদের মধ্যে কয়েকটি প্রোডাক্ট যেমন— চকোলেট মিল্কশেক, স্ট্রবেরি মিল্কশেক এবং প্লেন মিল্ক চলতি মাসে থেকেই ক্রেতারা বাজারে পেয়ে যাবেন। মজার ব্যাপার হল, প্যাকগুলিকে প্রিয় ডিজনি চরিত্র যেমন— মিকি মাউস, মিনি মাউস, ডিজনি প্রিন্সেস, ফ্রোজেন, মার্ভেল কমিকস-এর আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডার-ম্যান প্রভৃতি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে৷ সংস্থা সূত্রে খবর, ফ্রোজেন সাভোরি স্ন্যাকস সহ অন্যান্য প্রোডাক্ট আগামী এপ্রিল মাস নাগাদ বাজারে আসবে।
কেভেনটার এগ্রোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মায়াঙ্ক জালান জানান, ‘আমরা ডিজনি ইন্ডিয়ার কনজিউমার প্রোডাক্ট ব্যবসার সঙ্গে সহযোগিতায় পরিবারের সবার জন্য পুষ্টিকর প্রোডাক্ট রেঞ্জ নিয়ে আসতে পেরে খুব খুশি। ডিজনির চরিত্রদের জনপ্রিয়তার সঙ্গে কেভেনটার এগ্রোর শক্তিশালী বণ্টন ব্যবস্থা যুক্ত হবে। সংস্থা অসাধারণ স্বাদের রকমারি খাদ্যদ্রব্য পৌঁছে দেবে ভোজনরসিকদের ঠিকানায়।’

Skip to content