সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

মা ঠাকুমাদের আমল থেকে শুরু করে আজকের রমণীরা কমবেশি সবাই টিপ পরতে ভালোবাসেন। পোশাকের সঙ্গে নানান রকমের টিপ পরা প্রায় হালফ্যাশনের মধ্যেই পড়ে। এখন গোলাকার, ডিম্বাকার, চৌকো বিভিন্ন আকারের এবং বিভিন্ন রংয়ের টিপ পাওয়া যায় বাজারে। শাড়ি বা সালোয়ারের সঙ্গে ম্যাচিং করে টিপ পরলে নারীর শোভা বাড়ায় বই কমায় না। কিন্তু জানেন কি, এই কপালে টিপ শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে না বরং তা তার শরীর সংক্রান্ত অনেক সমস্যাকেও দূরে রাখে বলে বিশেষজ্ঞদের মত।

অনেকের মতে টিপ পরলে আমাদের স্নায়ুতে উত্তেজিত হয়। তার ফলে শ্রবণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পেশি মজবুত হয়ে থাকে।

যে সকল মহিলারা নিয়মিত মাথা যন্ত্রণার সমস্যায় ভুগে থাকেন তাঁরা টিপ পড়তে পারেন। বিশেষজ্ঞদের মতে, কপালের মাঝখানে আমাদের অজ্ঞানচক্র নাম একটি বিশেষ চক্র আছে। টিপ পরার সময় যে হালকা চাপ আমরা দিয়ে থাকি তাতে মানসিক শান্তি পাওয়া যায়। যার সাহায্যে মানসিক স্বাস্থ্যের উপকার হয়ে থাকে।

অনেক মহিলারা অনিদ্রার সমস্যায় ভুগে থাকেন তাঁরা যদি নিয়মিত টিপ পরেন তাহলে এই সমস্যা অনেকটাই দূর হতে পারে।
যদি আপনি নিয়মিত টিপ পরেন তাহলে মুখের বলিরেখা অনেক দেরিতে পড়ে। কারণ এতে মুখের পেশি মজবুত হয়।

Skip to content