আজ বিকেল তিনটেয় আন্তর্জাতিক কলকাতা বইমেলার মূল প্রেক্ষাগৃহে বি বি কুণ্ডু গ্র্যান্ডসন্স-এর কয়েকটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক৷ তাঁর হাত ধরেই কয়েকটি বই প্রকাশ করা হয়৷ এছাড়াও উপস্থিত ছিলেন বি বি কুণ্ডু গ্র্যান্ডসন্স-এর কর্ণধার বিশ্ববিকাশ কুণ্ডু, লেখক হরিপদ ভৌমিক, চঞ্চলকুমার ঘোষ, বিশিষ্ট কবি মেঘ বসু প্রমুখ৷
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে চঞ্চলকুমার ঘোষের ‘ঈশ্বরভূমি বারাণসী’ বইটি পাঠকমহলে বিশেষ সমাদৃত হয়েছে৷ এছাড়া প্রকাশিত হল গীতিকণ্ঠ মজুমদারের ‘রবীন্দ্রনাথের ধর্ম বনাম পৌত্তলিকতা’, হরিপদ ভৌমিকের ‘সেকালের কলিকাতা’, কবি মেঘ বসুর সম্পাদনায় ‘সেরা কবিতা সেরা আবৃত্তি’ ইত্যাদি৷
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল-কলেজের প্রকাশক বি বি কুণ্ডু গ্র্যান্ডসন্স এ বছরই প্রথম বইমেলায় অংশগ্রহণ করে সাড়া ফেলে দিয়েছে৷ আশা রাখি, বি বি কুণ্ডু গ্র্যান্ডসন্স-এর এই মহতী উদ্যোগ অনেক নতুন প্রকাশককে অনুপ্রাণিত করবে৷ বাংলা সাহিত্যকেও যে সমৃদ্ধ করবে সে কথা বলার অপেক্ষা রাখে না৷
উল্লেখযোগ্য বইয়ের মধ্যে চঞ্চলকুমার ঘোষের ‘ঈশ্বরভূমি বারাণসী’ বইটি পাঠকমহলে বিশেষ সমাদৃত হয়েছে৷ এছাড়া প্রকাশিত হল গীতিকণ্ঠ মজুমদারের ‘রবীন্দ্রনাথের ধর্ম বনাম পৌত্তলিকতা’, হরিপদ ভৌমিকের ‘সেকালের কলিকাতা’, কবি মেঘ বসুর সম্পাদনায় ‘সেরা কবিতা সেরা আবৃত্তি’ ইত্যাদি৷
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল-কলেজের প্রকাশক বি বি কুণ্ডু গ্র্যান্ডসন্স এ বছরই প্রথম বইমেলায় অংশগ্রহণ করে সাড়া ফেলে দিয়েছে৷ আশা রাখি, বি বি কুণ্ডু গ্র্যান্ডসন্স-এর এই মহতী উদ্যোগ অনেক নতুন প্রকাশককে অনুপ্রাণিত করবে৷ বাংলা সাহিত্যকেও যে সমৃদ্ধ করবে সে কথা বলার অপেক্ষা রাখে না৷