ভালোবাসা দিবসে ‘ক্লাউড সোশ্যাল রুফটপ লাউঞ্জ’-এ চলছে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেটশন। শুরু হয়েছে গত ৭ ফেব্রুয়ারি থেকে। এদের স্পেশাল মেনুতে পেয়ে জাবেন স্ট্রবেরি স্যালাড, গ্রিন অ্যাপেল স্যালাডের মতো নানা রকম ফলের স্যালাড ও স্যুপ। স্টার্টার্সে পাবেন গিলাফি শিক কাবাব, বুসারি কাবাব। মেইন কোর্সে আছে রেড থাই কারি সঙ্গে স্টিম রাইস, ওয়াইল্ড মাশরুম লাভ সঙ্গে পেপার সোয়া রাইস, কুবানি কোফ্তা সঙ্গে টম্যাটো পেলাও প্রভৃতি। ডেজার্ট-এ স্বাদ নিয়ে পারবেন রেড ভেলভেট (হার্ট সেপ), মেল্টিং হার্ট। দুটি পদের দাম ১৮০০ টাকা, কর অতিরিক্ত। খোলা দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত। ঠিকানা : ১৪৫ রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা – ৭০০০২৯