বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


কোনও নাটকের দলের দশ বছরে পদার্পণ উল্লেখযোগ্য কোনও ঘটনা নয়। কলকাতা তথা মফস্বলের বহু নাট্যদল দশ বছর কেন পঞ্চাশ বছরও অতিক্রম করেছে। কিন্তু দলের কর্ণধার যদি হন একজন প্রতিষ্ঠিত সার্জেন অর্থাৎ ডাক্তার এবং লেখক, তাহলে তার পক্ষে পেশা এবং অন্য নেশার পাশাপাশি একটি নাটকের দলকে দশ বছর টেনে নিয়ে যাওয়া সহজ কথা নয়। এমনটাই করে যাচ্ছেন ডাঃ অমিতাভ ভট্টাচার্য। ছোটবেলা থেকেই অভিনয় করতেন। ডাক্তারি পড়া আরজি কর মেডিকেল কলেজে, পোস্ট গ্রাজুয়েশন পিজি হাসপাতালে। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে দীর্ঘদিন কাজ করেছেন। এখন বারাসাত ক্যানসার হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন। এ দল সে দল করে, ২০১২-তে শুরু করেন বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমি। আজ ১৩ ফেব্রুয়ারি দশম বর্ষপূর্তি সন্ধ্যা উদযাপিত হচ্ছে গিরিশ মঞ্চে সন্ধ্যা ছ’টায়। উদ্বোধন করছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। থাকছে নাটকের গান, একটি আলোচনা, থিয়েটার না করলে কী হয়। সম্মানিত হবেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব পঙ্কজ মুন্সি, অনীশ ঘোষ, রঞ্জন গঙ্গোপাধ্যায়, দুর্গা চক্রবর্তী, অরবিন্দ ঘোষ ও দেবদূত ঘোষ। দ্বিতীয়ার্ধে আশাপূর্ণা দেবীর গল্প নিয়ে ডাঃ অমিতাভ ভট্টাচার্য-র রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে বেলঘরিয়া থিয়েটার অ্যাকাডেমির নতুন নাটক, কৈলাসে চা পান৷

Skip to content