ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
বঙ্গে উৎসব অনুষ্ঠানের শেষ নেই। তাই সাজগোজ হয়ে ওঠে নারীদের নিত্যসঙ্গী। পুজো হোক কিংবা পার্টি, মেকআপ করাটা আবশ্যিক। বিয়েবাড়ি যাওয়ার আগে পরিপাটি হয়ে না সাজলে যে ভালো ছবি উঠবে না। আর ট্রেন্ড অনুযায়ী ছবি ভালো না উঠলে সোশ্যাল মিডিয়ায় কারওর নজরে আসা যাবে না। তাই মেকআপটা মহিলাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত লিপস্টিক। এই প্রসাধনীটি বাদ দিলে সাজটাই বৃথা হয়ে যায়। বর্তমানে করোনা পরিস্থিতির জেরে মুখে মাস্ক পরতে হচ্ছে। আর তাই ঘেঁটে যাচ্ছে মাস্কের আড়ালে থাকা লিপস্টিকও। ঠোঁটের রঙিন লিপস্টিক সবটাই মাস্কে লেগে যাচ্ছে। শুধু লিপস্টিক নয়, অনেক সময় আইলাইনার, আইশেডো-র মতো বেশকিছু মেকআপ সামগ্রীও লেগে থাকে কাপড়ে। আবার অনেক ক্ষেত্রে অর্ধাঙ্গিনী, প্রিয় বান্ধবী বা অন্য কোনও মহিলাকে আলিঙ্গন করার সময়ও ভুলবশত ছেলেদের জামাকাপড়ে লিপস্টিকের দাগ লেগে যায়। কিন্তু জামাকাপড় থেকে মেকআপের এই দাগ তোলার উপায় কী? জানেন? ঠোঁট থেকে লিপস্টিক সহজেই তোলা যায়। তবে পোশাক থেকে মেকআপের দাগ তোলাটা অতটা সোজা নয়। মাত্র কয়েকটা উপায়ে জামাকাপড় থেকে মেকআপের দাগ তুলতে পারবেন আপনি। লিপস্টিকের পাশাপাশি চা বা কফির দাগও জামাকাপড় থেকে তোলা যাবে ওই একই উপায়। এখন দেখে নেওয়া যাক, জামাকাপড় থেকে দাগ তোলার উপায়গুলি কী কী?
● হেয়ার স্প্রে
হেয়ার স্প্রের সাহায্যে জামাকাপড়ে থাকা লিপস্টিকের দাগ তুলতে পারবেন সহজেই। জামাকাপড় বা মাস্কের যে জায়গায় দাগ লেগেছে, সেখানে হেয়ার স্প্রে করুন। তারপর ১৫ মিনিটের জন্য তা ওইভাবে রেখে দিন। এরপর গরম জল দিয়ে জামাকাপড়ের ওই দাগযুক্ত জায়গায় ধীরে ধীরে ঘষুন। তাহলেই দেখবেন এক নিমেষে জামাকাপড় থেকে বিদায় নিয়েছে লিপস্টিকের দাগ।
● শেভিংস ক্রিম
শেভিংস ক্রিম ব্যবহার করেও জামাকাপড় থেকে ভ্যানিস করা যায় লিপস্টিকের দাগকে। জামার যে অংশে মেকআপের দাগ লেগেছে সেখানে শেভিংস ক্রিম লাগিয়ে দিন। তারপর ধীরে ধীরে স্ক্রাব করুন। এরপর ওই অবস্থাতেই কিছুক্ষণ রেখে দিন। পরে জামাটি ধুয়ে নিলেই উধাও হয়ে যাবে মেকআপের দাগ।
● টুথপেস্ট
জামাকাপড় থেকে লিপস্টিক বা অন্য যেকোনও মেকআপের দাগ তুলতে সক্ষম টুথপেস্টও। সেই জন্য দাগযুক্ত জায়গায় শুধু টুথপেস্ট লাগিয়ে ধীরে ধীরে স্ক্রাব করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন দাগ আপনার জামাকাপড়কে গুড বাই বলে বিদায় নিয়েছে।
লিপস্টিক ছাড়াও অনেক সময় নেলপলিশ বা মেহেন্দি পরতে গিয়ে দাগ লেগে যায় জামাকাপড়ে। সেক্ষেত্রে এমন কিছু করতে হবে, যাতে জামাকাপড়ে কোনওভাবেই দাগ না লাগে। কোন পদ্ধতিতে নেলপলিশ ও মেহেন্দি পরলে জামাকাপড়ে দাগ লাগবে না জেনে নিন।
● কাজল, আইলাইনার, মাসকারা, আইশ্যাডো, লিপস্টিক বা নেইলপলিশ পরার সময় হাতের কাছে টিস্যু বা কাপড় রেখে দিতে হবে। তাহলে নির্দিষ্ট জায়গায় বাইরে চলে যাওয়া অংশ মুছতে সুবিধা হবে। এই পদ্ধতি অবলম্বন করলে প্রসাধনী দ্রব্যগুলি হাতে লেগে তা থেকে পরনের জামাকাপড়ে লেগে যাবে না।
● মেহেন্দি পরার সময় হাতের নিচে কাপড় বিছিয়ে নেওয়াই শ্রেয়। তাতে পরনের জামাটিতে দাগ লাগারও সম্ভাবনা থাকে না।
● মেকআপের দাগ লাগার হাত থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল মেকআপের পরে জামাকাপড় পরা। ফলে পরিষ্কার জামাকাপড়ে লিপস্টিকের দাগ, মেহেন্দির দাগ সহ মেকআপের যেকোনও দাগের হাত থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।
হেয়ার স্প্রের সাহায্যে জামাকাপড়ে থাকা লিপস্টিকের দাগ তুলতে পারবেন সহজেই। জামাকাপড় বা মাস্কের যে জায়গায় দাগ লেগেছে, সেখানে হেয়ার স্প্রে করুন। তারপর ১৫ মিনিটের জন্য তা ওইভাবে রেখে দিন। এরপর গরম জল দিয়ে জামাকাপড়ের ওই দাগযুক্ত জায়গায় ধীরে ধীরে ঘষুন। তাহলেই দেখবেন এক নিমেষে জামাকাপড় থেকে বিদায় নিয়েছে লিপস্টিকের দাগ।
শেভিংস ক্রিম ব্যবহার করেও জামাকাপড় থেকে ভ্যানিস করা যায় লিপস্টিকের দাগকে। জামার যে অংশে মেকআপের দাগ লেগেছে সেখানে শেভিংস ক্রিম লাগিয়ে দিন। তারপর ধীরে ধীরে স্ক্রাব করুন। এরপর ওই অবস্থাতেই কিছুক্ষণ রেখে দিন। পরে জামাটি ধুয়ে নিলেই উধাও হয়ে যাবে মেকআপের দাগ।
জামাকাপড় থেকে লিপস্টিক বা অন্য যেকোনও মেকআপের দাগ তুলতে সক্ষম টুথপেস্টও। সেই জন্য দাগযুক্ত জায়গায় শুধু টুথপেস্ট লাগিয়ে ধীরে ধীরে স্ক্রাব করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন দাগ আপনার জামাকাপড়কে গুড বাই বলে বিদায় নিয়েছে।
লিপস্টিক ছাড়াও অনেক সময় নেলপলিশ বা মেহেন্দি পরতে গিয়ে দাগ লেগে যায় জামাকাপড়ে। সেক্ষেত্রে এমন কিছু করতে হবে, যাতে জামাকাপড়ে কোনওভাবেই দাগ না লাগে। কোন পদ্ধতিতে নেলপলিশ ও মেহেন্দি পরলে জামাকাপড়ে দাগ লাগবে না জেনে নিন।