শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

শৈশব থেকেই আমরা জেনে আসছি জলের অপর নাম জীবন। আমরা যদি একটু অন্যরকম করে ভাবি যে, জলের মতো অক্সিজেনও তো আমাদের আবশ্যক। আর সেই অক্সিজেন আসে গাছ থেকে। তাহলে সেই গাছও কি আমাদের জীবনের অপর নাম হতে পারে না!
বিচার আপনারা করবেন। বহু মানুষ এই বিষয় নিয়ে বিচার করেছেন এবং সেই বিচারের সঙ্গে বেড়েছে তাদের সবুজপ্রীতি অর্থাৎ গাছের প্রতি তাদের ভালোবাসা।
অনেক মানুষ বাড়িতে ফাঁকা জায়গায় বা মুক্ত ছাদে গাছ লাগান। সেই গাছগুলি অনেকই অনলাইনে কেনেন।
অনেকের ধারনা অনলাইনে গাছ কিনলে তা ক্রেতার কাছে আসতে বেশ কিছু সময় লাগে। ফলত গাছের অবস্থা খুব একটা অনুকূল থাকে না। আমরা এই প্রতিবেদনে জেনে নেব কীভাবে অনলাইনে কেনা গাছগুলোকে প্রতিকূলতা কাটিয়ে আমরা তাদেরকে অনুকূলতার স্বাদ দেব।

প্রথমেই আপনাকে দেখতে হবে যে, ওয়েবসাইটে আপনি গাছটি অর্ডার করেছেন সেই ওয়েবসাইটটি কোথাকার। এর অর্থ এই যে, এটি জানা থাকলে আপনি বুঝতে পারবেন গাছটি আপনার হাতে ঠিক কতটা সময় লাগবে। এর থেকেও বড় কথা গাছটি কোন পরিবেশের কিরূপ আবহাওয়া থেকে আসছে সেটাও জানা যাবে। যেরূপ আবহাওয়া থেকে গাছটি আসছে সেইরূপ ভাবেই আপনি গাছটিকে রাখার চেষ্টা করতে পারেন।

অর্ডার করার পর গাছটি আসার আগেই আপনাকে প্রস্তুতি নিতে হবে গাছটিকে পোতার ব্যাপারে। তবে সার, মাটি ইত্যাদি জিনিস তৈরি রাখুন।

গাছটি অনলাইনে বুক করার পর প্রথম যখন আপনার হাতে গাছটি আসবে তখন খুব সাবধানে প্যাকেটটি খুলবেন। খোলার সময় মাথায় রাখবেন যেন কোনওরকম ভাবেই গাছের ক্ষতি না হয়। আপনাকে মাথায় রাখতে হবে আপনার গাছটি অনেকদিন জল পায়নি। তাই প্রথমে সেই গাছের গোড়ার মাটি পরীক্ষা করুন। যদি দেখেন মাটি অল্প ভিজে রয়েছে তাহলে অল্প পরিমাণ জল দিন। আর যদি দেখেন মাটি পুরোপুরি ভাবে রুক্ষ হয়ে গিয়েছে তাহলে অবশ্যই ভালো করে জল দিতে হবে।

মনে রাখতে হবে যে, গাছটি বেশ কিছুদিন বাক্সবন্দি ছিল তাই সেটিকে উত্তম পরিবেশ প্রদান করতে হবে। বেশ কিছুদিন বিশেষ যত্ন নিতে হবে গাছটির বেড়ে ওঠার দিকে। গাছটি হাতে পাওয়ার যদি দেখেন গাছটির কিছুটা শুকিয়ে গিয়েছে তাহলে সেইসব তখনই কেটে ফেলুন, নতুবা আপনাকে অনেক পরিশ্রম করতে হবে পাতাগুলিকে সতেজ করার জন্য।


Skip to content