বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সকলেই নানান উপায়ে ঘরকে নানান সাজে সজ্জিত করেন। কখনও ভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে, আবার কখনও নিজের হাতে তৈরি করা নানান শৌখিন জিনিস দিয়ে। সৌন্দর্যের পাশাপাশি ঘর যাতে সুগন্ধে ভরে থাকে তার জন্য এখন অবশ্য অনেকেই নানান ধরনের রুম ফ্রেশনার ব্যবহার করছেন। কিন্তু বাড়িতে সতেজ ফুল রাখলে বাড়ির শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ি সুগন্ধে ভরে উঠবে এবং মনও অনেক বেশি তরতাজা হয়ে উঠবে। কিন্তু নানান কারণে বাজার থেকে কিনে আনা ফুল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি কয়েকটি পদ্ধতি অনুসরণ করেন তাহলেই কিন্তু আপনার বাড়ির ফুলদানির ফুল এক থেকে দু’দিনের বেশি সময় পর্যন্ত তাজা থাকবে। এর জন্য আপনি যে যে কাজগুলি করবেন সেই বিষয়েই আজ আমরা নজর রাখবে।

আপনি যদি ঘরে বেশিরভাগ সময়ের জন্য গোলাপ ফুল রাখতে চান তাহলে আপনি যে কাজটি করবেন তা হল, গোলাপ ফুলের কাণ্ড কখনওই কাটবেন না। চেষ্টা করবেন যতটা সম্ভব বড় রাখা যায়। অন্য কোনও নরম কাণ্ড জাতীয় ফুল হলে অবশ্য সেটির কাণ্ড ছোট্ট করে কেটে নিতে পারেন। তার জন্য আপনাকে দেখে নিতে হবে যে ফুলটির পুরো কাণ্ডটি যেন জলের তলায় না থাকে।

আপনি ফুলদানির ফুলগুলিকে ভালো রাখতে গিয়ে তার ক্ষতি করে ফেলবেন না। আসলে অনেকেই মনে করে ফুলগুলিকে বেশি জল দিলে সেগুলি ভালো থাকবে। অনেকে এই কারণে ফুলের উপর সরাসরি জল ঢেলে দেয়। সেটি কিন্তু একেবারেই করবেন না। স্প্রে ব্যবহার করে ফুলের উপর জল স্প্রে করুন বারবার। তাতে করে ফুলগুলি অনেক বেশি ফ্রেশ থাকবে।

অনেকেই ভাবেন যে ফুলের সঙ্গে পাতাটিকে রাখলে ফুলগুলিকে দেখতে ভালো লাগবে। কিন্তু আপনি যদি ফুলগুলিকে, পাতাগুলি থেকে আলাদা করে রাখেন তাহলে ফুলগুলিকে অনেক বেশি টাটকা মনে হবে।

যে ফুলদানিতে আপনি ফুল রাখছেন সেই ফুলদানির জলে আপনি যদি অল্প একটু নুন দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তার সঙ্গে সম্ভব হলে দু’দিন অন্তর ফুলদানিতে জল পরিবর্তন করুন। এর ফলে ফুলগুলি অনেক দিন পর্যন্ত সুষ্ঠভাবে টিকে থাকবে। খুব তাড়াতাড়ি ঝিমিয়ে পড়ে না।

আপনি যদি এটা ভেবে থাকেন ফুলদানিটি রাখার একটি সঠিক জায়গা নির্বাচন করতে হবে। তাহলে বলব বাড়ির জানালার রোদ, বাতাস যেদিকে বেশি পাওয়া যায় সেই দিক করেই ফুলদানিটি রাখুন। এতে ফুলদানির ফুলগুলি এক সপ্তাহ পর্যন্ত সুন্দর থাকবে।
সতর্কতা: যে বিশেষ সতর্কতাটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হল কোনও কারণেই ফুল রাখা ফুলদানির জলে কোনও প্রকার কেমিক্যাল দেওয়া চলবে না। পারলে দোকান থেকে ফুল বেছে কিনুন এবং যথা সম্ভব চেষ্টা করুন কুঁড়ি জাতীয় ফুল কেনার। কারণ ফোটা ফুল এমনিতেই তাড়াতাড়ি ঝিমিয়ে যায়।
এই ভাবেই নানা পদ্ধতি মেনে চলে বাড়ির ফুলদানির ফুলকে অনেকদিন ধরে সতেজ রাখুন। কারণ ঘর সুন্দর থাকলেই মন ভালো থাকে। আর মনখারাপকে দূরে সরিয়ে ফ্রেশ বাতাস নিন।

Skip to content