আজ বুধবার থেকেই শুরু হচ্ছে ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। আজ সন্ধে ৭টায় FAFDA-এর ফেসবুক পেজে এই অ্যাওয়ার্ড শো-এর স্ট্রিমিং শুরু হবে। মোট ৯ দিন ধরে চলবে এই অ্যাওয়ার্ড শো। প্রায় ৩০ মিনিটের এক একটি পর্বে থাকবে নাচ, গান, টক শো-র মতো নানাধরনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনের মতো তারকারা। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এই শো। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ২০২০ সালে ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়েছিল এই অ্যাওয়ার্ড শো। টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেক তারকা এবং কলাকুশলীরা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। এবছর এই অ্যাওয়ার্ড শো-এর নতুন সংযোজন ইনস্টাগ্রাম রিলস। এছাড়াও, ভার্চুয়াল মাধ্যমের এই অ্যাওয়ার্ড শো-তে ওটিটি প্ল্যাটফর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের অনুষ্ঠানকে ছোট ছোট ভিডিও ফরম্যাটে ভেঙে ফেলা হয়েছে। যা ৯ দিন ধরে দেখানো হবে ফিল্মস অ্যান্ড ফ্রেমস-এর অফিসিয়াল ফেসবুক পেজে।
এবছর ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড শো-এর সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক অরিন্দম শীল। তাঁর কথায়, এই ধরনের অ্যাওয়ার্ড শো-এর সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্ব বেড়েছে। করোনাকালে এটি সত্যিই খুব ভালো উদ্যোগ। তবে সিনেমাহলের গুরুত্ব যে কমেছে, একথাও ঠিক নয়। ভালো সিনেমাও মুক্তি পাচ্ছে। আগামী দিনে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সিনেমাগুলো সিনেমাহলে মুক্তি পেতে থাকবে। তবে হ্যাঁ, বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মের গুরুত্বও বাড়ছে। আর এরকম ভার্চুয়াল অ্যাওয়ার্ড শো-তে এগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে দেখে খুবই ভালো লাগছে।
‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর অনুষ্ঠানে থাকবে বাবা যাদব ও অনিন্দিতা বোসের একটি দুর্দান্ত নাচ। এছাড়াও থাকছে রূপম ইসলাম, বিক্রম ঘোষ, শান, ইমন চক্রবর্তী-র মতো সংগীতশিল্পীদের গান। থাকছে তৃণা সাহা, নীল ভট্টাচার্য, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়-সহ অন্যান্য তারকার পারফর্ম্যান্স। এই ভার্চুয়াল অ্যাওয়ার্ড শো-এর একটি স্পেশাল অনুষ্ঠানের মাধ্যমে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-কে শ্রদ্ধা জানানো হবে। FAFDA-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল রায় এবং তন্ময় বন্দ্যোপাধ্যায়। FAFDA-শোয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ (রানা)।
‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর অনুষ্ঠানে থাকবে বাবা যাদব ও অনিন্দিতা বোসের একটি দুর্দান্ত নাচ। এছাড়াও থাকছে রূপম ইসলাম, বিক্রম ঘোষ, শান, ইমন চক্রবর্তী-র মতো সংগীতশিল্পীদের গান। থাকছে তৃণা সাহা, নীল ভট্টাচার্য, বনি সেনগুপ্ত, কৌশানি মুখোপাধ্যায়-সহ অন্যান্য তারকার পারফর্ম্যান্স। এই ভার্চুয়াল অ্যাওয়ার্ড শো-এর একটি স্পেশাল অনুষ্ঠানের মাধ্যমে পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ও কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়-কে শ্রদ্ধা জানানো হবে। FAFDA-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন নীল রায় এবং তন্ময় বন্দ্যোপাধ্যায়। FAFDA-শোয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ (রানা)।