সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দর্শিকা মেন্সওয়্যার নিয়ে এসেছে ‘একতা’ কালেকশন। ভারতবর্ষে ধর্মবর্ণনির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এই দিনটি পালন করেন। ২৬ জানুয়ারি বিশেষ পোশাক পরে দেশের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোই ভারতের রীতি। এদিন বিশেষ পোশাক পরিধান করে জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশজুড়ে উদযাপন করা হয় সাধারণতন্ত্র দিবস। আর সেই কারণেই এই বিশেষ দিনে বিশেষ ধরনের পোশাকের কালেকশন নিয়ে এল দর্শিকা মেন্সওয়্যার। এই বিশেষ দিনের জন্য নেহরু জ্যাকেট, কুর্তা এবং বাঁধগলার উপর নতুন ধরনের কারুকার্য করা পোশাক নিয়ে এসেছে এই সংস্থা। সুতির এবং লিনেনের এই পোশাকগুলি যেমন আকর্ষণীয় তেমনই টেকসই।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে জওহরলাল নেহরু-কে শ্রদ্ধা জানাতে এই অভিনব ও সুন্দর কাজ করা নেহরু জ্যাকেট বাজারে এনেছে দর্শিকা মেন্সওয়্যার। সাধারণ কুর্তা বা শার্টের উপর এই ধরনের নেহরু জ্যাকেট একেবারে মানানসই। এই সংস্থার আনা পুরুষদের ট্র্যাডিশনাল কুর্তার সম্ভারে থাকছে অভিনবত্বের ছোঁয়া। শুধু তাই নয়, ‘একতা’ কালেকশনের অন্তর্গত বাঁধগলা আপনাকে একটা অন্য লুক দেবে। ভিড়ের মাঝে আপনাকে আলাদা করতে এই পোশাকের জুড়ি মেলা ভার। একতা কালকশনে পেয়ে যাবেন নীল, জাফরান, সবুজ এবং সর্বদা ক্লাসিক সাদা, অন্যান্য হালকা রঙের পোশাক। তাই আর দেরি না করে এই ‘একতা’ কালেকশনকে একবার পরখ করে দেখার জন্য ঢুঁ মারুন দর্শিকা মেন্সওয়্যারে।

ঠিকানা: ১১ই, ডোভার লেন, রাসবিহারী অ্যাভিনিউ, ডোভার তেরেস , বালিগঞ্জ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ৭০০০২৯।

Skip to content