ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
সাধারণতন্ত্র দিবসেই মুক্তি পেতে চলেছে অরুণ রায় পরিচালিত ছবি ‘৮/১২’। তিন স্বাধীনতা সংগ্রামীর লড়াইয়ের কাহিনী নিয়ে তৈরি ছবির বিষয়বস্তু। ১৯৩০ সালে ৮ ডিসেম্বর তিন স্বাধীনতা সংগ্রামী বিনয়-বাদল-দীনেশ তাঁদের অসমসাহসীক রাইটার্স অভিযান চালিয়েছিলেন অত্যাচারী ব্রিটিশ শাসক সিম্পসন-এর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য। বিনয়-বাদল-দীনেশ-এর সেই লড়াইয়ের গল্পই এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক অরুণ রায়। আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিনই মুক্তি পাবে ‘৮/১২’। ছবিতে বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দ, বাদল গুপ্ত-র ভূমিকায় দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে এবং দীনেশ গুপ্ত’র চরিত্রে রয়েছেন রেমো। এছাড়াও ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, দেবরাজ মুখোপাধ্যায় ও শঙ্কর দেবনাথ সহ আরও অনেককে।
‘৮/১২’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন কান সিং সোধা। ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্ব একা হাতে সামলেছেন গোপী ভগৎ। সঙ্গীতের দায়িত্বে ছিলেন সৌম্য ঋত। এছাড়াও, ছবির এডিটিংয়ের দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক। গোটা ছবিতে আর্ট ও কস্টিউমের দায়িত্ব সামলেছেন তন্ময় চক্রবর্তী ও সবর্ণী দাস। পরিচালক অরুণ রায় ও প্রযোজক কানয়সিং সোধা, দু’জনেরই বিশ্বাস, ‘৮/১২’ সিনেমাটি সমস্ত ভারতবাসীর আবেগকে ছুঁয়ে যাবে একই সঙ্গে সিনেমাপ্রেমী সব মানুষের কাছেও অত্যন্ত মূল্যবান এক দলিল হয়ে থাকবে এই ছবি।
‘৮/১২’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন কান সিং সোধা। ছবিটির সিনেমাটোগ্রাফির দায়িত্ব একা হাতে সামলেছেন গোপী ভগৎ। সঙ্গীতের দায়িত্বে ছিলেন সৌম্য ঋত। এছাড়াও, ছবির এডিটিংয়ের দায়িত্বে ছিলেন সংলাপ ভৌমিক। গোটা ছবিতে আর্ট ও কস্টিউমের দায়িত্ব সামলেছেন তন্ময় চক্রবর্তী ও সবর্ণী দাস। পরিচালক অরুণ রায় ও প্রযোজক কানয়সিং সোধা, দু’জনেরই বিশ্বাস, ‘৮/১২’ সিনেমাটি সমস্ত ভারতবাসীর আবেগকে ছুঁয়ে যাবে একই সঙ্গে সিনেমাপ্রেমী সব মানুষের কাছেও অত্যন্ত মূল্যবান এক দলিল হয়ে থাকবে এই ছবি।