ছবি প্রতীকী
অতিমারির কবলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত। যাকে বলে প্রাণ ওষ্ঠাগত। তবুও জীবন থেমে থাকার নয়। আমরা সবাই নিজেদের মতো করে এই কঠিন পরিস্থিতি যুঝে চলেছি। শিক্ষক হিসাবে বুঝতে পারছি সবথেকে কঠিন পরিস্থিতি হতে চলেছে সেই সব শিক্ষার্থীর যারা বিদ্যালয়ের আঙিনা পেরিয়ে এবার উচ্চশিক্ষা ক্ষেত্রে পা রাখতে চলেছে। তাদের দিশা দেখানোর প্রচেষ্টা থাকবে এই লেখায়।
প্রথম ধাপ
একাদশ ও বিশেষ করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আমি তিনটি শ্রেণিতে ভাগ করতে চলেছি। প্রথমে আসছি যারা পড়াশোনায় খুব ভালো তাদের প্রসঙ্গে। এরা বিভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দেবে। এই পরীক্ষার নোটিশ কবে বেরোচ্ছে? কোন সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে? কী কী ক্রাইটেরিয়া আছে এবং পরীক্ষার ফিজ কত? অনেক জিজ্ঞাসা, অনেক খোঁজাখুঁজি। কেমন হয় যদি একটা মাত্র প্লাটফর্মে এই সমস্ত জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়? সম্প্রতি রাজ্য সরকার একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। ১৬ নভেম্বর ২০২১ তারিখে শিক্ষামন্ত্রী এটির অফিশিয়াল লঞ্চ করেছেন। নাম https://wbcareerportal.in/ এই ওয়েবসাইটে শিক্ষার্থীদের লগইন ডিটেইলস নিম্নরূপ। ইউজার আইডি-14 সংখ্যার বাংলার শিক্ষা আইডি এবং পাসওয়ার্ড-123456
শিক্ষার্থীরা এই সাইটে গিয়ে এই ধরনের সমস্ত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার সমস্ত ডিটেইলস এক জায়গায় পেতে পারে – latest competitive exams এই বিভাগে। এছাড়াও আছে keep an eye on latest olympiads, which exams should science students aspire – এর মতো নানান বিভাগ। এ তো গেল সেই সব শিক্ষার্থীর জন্য যাদের লক্ষ্য স্থির, যারা জানে ভবিষ্যতে কী নিয়ে পড়তে চায়।
দ্বিতীয় ধাপ
এই ভাগে আমি সেইসব শিক্ষার্থীর সম্পর্কে বলব যারা সংখ্যায় অধিক। এরা জানে না কী নিয়ে পড়তে চায়। খুবই স্বাভাবিক। যে বিষয়টি পড়তে ভালো লাগে, যে বিষয়ে আমার স্বাভাবিক দক্ষতা আছে, কেমন হয় যদি তাই নিয়েই উচ্চশিক্ষায় যাওয়া যায়? এবং সেটাই ভবিষ্যতের পেশা হয়? খুবই ভালো হয়, তাই না? তো এই গরিষ্ঠ সংখ্যক শিক্ষার্থী এই ওয়েবসাইটে গিয়ে পছন্দসই অল্প চেনা বা অচেনা কেরিয়ার অপশন বেছে নিতে পারবে যা ভবিষ্যতে পেশাগত দিকেও সুবিধাজনক হবে। এখানে একটি অংশ আছে—what do you like doing apart from studying your subjects? —অর্থাৎ বিষয়ভিত্তিক পড়াশোনার বাইরে কী করতে ভালোবাসো? ধরো তুমি যোগা করতে ভালোবাসো। তার জন্য কেরিয়ার অপশন আছে—মেন্টাল হেল্থ প্রফেশনাল, স্পোর্টস কোচ, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, কাউন্সেলর ইত্যাদি। ধরো তুমি স্পোর্টস কোচ বিভাগটি বাছলে। সেক্ষেত্রে ক্লাস টেন ইলেভেন টুয়েলভে কী কী নিয়ে পড়তে হবে এবং পরবর্তীতে ব্যাচেলর ডিগ্রিতে কী পড়তে হবে তার হদিশ রয়েছে। এর পরবর্তীতে কাজের ধরন কেমন? কাজের স্কোপ কতটা, থেকে শুরু করে মাসিক আয়েরও একটা আভাস এখানে দেওয়া থাকবে। এই ক্ষেত্রে কৃতী মানুষদের সম্পর্কেও জানতে পারবে এই অংশে। অবসর সময়ে এই ওয়েবসাইটে বিচরণ করলে কত কী জানতে পারবে তাই না? এমনকী অষ্টম নবম-এর শিক্ষার্থীরাও এটির ব্যবহার করতে শুরু করতেই পারে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সাইটটি সচল।
তৃতীয় ধাপ
এই ধাপটি পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। অতিমারি পরিস্থিতিতে বহু শিক্ষার্থী পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাদের জন্য আছে ভোকেশনাল বহু কোর্সের হদিশ। এই শিক্ষার্থীরা হয়তো ডাটা খরচ করে স্মার্টফোনের মাধ্যমে এই খবর পাওয়ার অবস্থায় নেই। সে ক্ষেত্রে শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকারা তাদের সহায় হতে পারেন। শিক্ষক-শিক্ষিকার লগইন ডিটেইলস হল—ইউজার আইডি – ১১ সংখ্যার school U Dise code with t1 এবং পাসওয়ার্ড – 123456
শেষ করছি কয়েকটি তথ্য দিয়ে। explore বিভাগে career, scholarship, college, exam—এই চারটি আলাদা বিভাগ আছে।
কমবেশি ৫৫৫ ধরনের চাকরির খোঁজ, প্রায় ২১০০০ কলেজ, ১১৫০ রকমের প্রবেশিকা পরীক্ষা, ১২০০ এরও বেশি স্কলারশিপের খবর এখানে পাওয়া যেতে পারে।
সো হ্যাপি সার্চিং!
প্রথম ধাপ
একাদশ ও বিশেষ করে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আমি তিনটি শ্রেণিতে ভাগ করতে চলেছি। প্রথমে আসছি যারা পড়াশোনায় খুব ভালো তাদের প্রসঙ্গে। এরা বিভিন্ন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দেবে। এই পরীক্ষার নোটিশ কবে বেরোচ্ছে? কোন সাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে? কী কী ক্রাইটেরিয়া আছে এবং পরীক্ষার ফিজ কত? অনেক জিজ্ঞাসা, অনেক খোঁজাখুঁজি। কেমন হয় যদি একটা মাত্র প্লাটফর্মে এই সমস্ত জিজ্ঞাসার উত্তর পাওয়া যায়? সম্প্রতি রাজ্য সরকার একটি নতুন ওয়েবসাইট চালু করেছে। ১৬ নভেম্বর ২০২১ তারিখে শিক্ষামন্ত্রী এটির অফিশিয়াল লঞ্চ করেছেন। নাম https://wbcareerportal.in/ এই ওয়েবসাইটে শিক্ষার্থীদের লগইন ডিটেইলস নিম্নরূপ। ইউজার আইডি-14 সংখ্যার বাংলার শিক্ষা আইডি এবং পাসওয়ার্ড-123456
শিক্ষার্থীরা এই সাইটে গিয়ে এই ধরনের সমস্ত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার সমস্ত ডিটেইলস এক জায়গায় পেতে পারে – latest competitive exams এই বিভাগে। এছাড়াও আছে keep an eye on latest olympiads, which exams should science students aspire – এর মতো নানান বিভাগ। এ তো গেল সেই সব শিক্ষার্থীর জন্য যাদের লক্ষ্য স্থির, যারা জানে ভবিষ্যতে কী নিয়ে পড়তে চায়।
দ্বিতীয় ধাপ
এই ভাগে আমি সেইসব শিক্ষার্থীর সম্পর্কে বলব যারা সংখ্যায় অধিক। এরা জানে না কী নিয়ে পড়তে চায়। খুবই স্বাভাবিক। যে বিষয়টি পড়তে ভালো লাগে, যে বিষয়ে আমার স্বাভাবিক দক্ষতা আছে, কেমন হয় যদি তাই নিয়েই উচ্চশিক্ষায় যাওয়া যায়? এবং সেটাই ভবিষ্যতের পেশা হয়? খুবই ভালো হয়, তাই না? তো এই গরিষ্ঠ সংখ্যক শিক্ষার্থী এই ওয়েবসাইটে গিয়ে পছন্দসই অল্প চেনা বা অচেনা কেরিয়ার অপশন বেছে নিতে পারবে যা ভবিষ্যতে পেশাগত দিকেও সুবিধাজনক হবে। এখানে একটি অংশ আছে—what do you like doing apart from studying your subjects? —অর্থাৎ বিষয়ভিত্তিক পড়াশোনার বাইরে কী করতে ভালোবাসো? ধরো তুমি যোগা করতে ভালোবাসো। তার জন্য কেরিয়ার অপশন আছে—মেন্টাল হেল্থ প্রফেশনাল, স্পোর্টস কোচ, ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, কাউন্সেলর ইত্যাদি। ধরো তুমি স্পোর্টস কোচ বিভাগটি বাছলে। সেক্ষেত্রে ক্লাস টেন ইলেভেন টুয়েলভে কী কী নিয়ে পড়তে হবে এবং পরবর্তীতে ব্যাচেলর ডিগ্রিতে কী পড়তে হবে তার হদিশ রয়েছে। এর পরবর্তীতে কাজের ধরন কেমন? কাজের স্কোপ কতটা, থেকে শুরু করে মাসিক আয়েরও একটা আভাস এখানে দেওয়া থাকবে। এই ক্ষেত্রে কৃতী মানুষদের সম্পর্কেও জানতে পারবে এই অংশে। অবসর সময়ে এই ওয়েবসাইটে বিচরণ করলে কত কী জানতে পারবে তাই না? এমনকী অষ্টম নবম-এর শিক্ষার্থীরাও এটির ব্যবহার করতে শুরু করতেই পারে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সাইটটি সচল।
তৃতীয় ধাপ
এই ধাপটি পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য। অতিমারি পরিস্থিতিতে বহু শিক্ষার্থী পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তাদের জন্য আছে ভোকেশনাল বহু কোর্সের হদিশ। এই শিক্ষার্থীরা হয়তো ডাটা খরচ করে স্মার্টফোনের মাধ্যমে এই খবর পাওয়ার অবস্থায় নেই। সে ক্ষেত্রে শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকারা তাদের সহায় হতে পারেন। শিক্ষক-শিক্ষিকার লগইন ডিটেইলস হল—ইউজার আইডি – ১১ সংখ্যার school U Dise code with t1 এবং পাসওয়ার্ড – 123456
শেষ করছি কয়েকটি তথ্য দিয়ে। explore বিভাগে career, scholarship, college, exam—এই চারটি আলাদা বিভাগ আছে।
কমবেশি ৫৫৫ ধরনের চাকরির খোঁজ, প্রায় ২১০০০ কলেজ, ১১৫০ রকমের প্রবেশিকা পরীক্ষা, ১২০০ এরও বেশি স্কলারশিপের খবর এখানে পাওয়া যেতে পারে।
সো হ্যাপি সার্চিং!