রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

পিছিয়ে গেল পঞ্জাবের বিধানসভা নির্বাচন। আগামী ১৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল পঞ্জাবের বিধানসভা ভোট। গত ১৬ জানুয়ারি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি নিজে নির্বাচন কমিশনকে চিঠি লিখে ১৪ ফেব্রুয়ারির জায়গায় ২০ ফেব্রুয়ারি নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৬ জানুয়ারি গুরু রবিদাসের জন্মবার্ষিকী আর সেই উপলক্ষে প্রতি বছর ১০ থেকে ১৬ জানুয়ারি তপশিলি শ্রেণির বৃহদংশের মানুষ বেনারসে যান গুরু রবিদাসের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এবছরও তার অন্যথা হবে না। চান্নি জানালেন, তফশিলি শ্রেণিভুক্ত মানুষজনদের অনেকে তাঁর কাছে আর্জি জানিয়েছে অন্ততপক্ষে ছ’দিন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। তাঁর মতে, রায়দান একটি গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের উচিত রাজ্যের সমস্ত নাগরিক যাতে সুস্থভাবে তাঁদের এই মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই সুযোগ করে দেওয়া। চান্নির এই প্রস্তাবের পরে সোমবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রধান দফতরে দীর্ঘ আলোচনা চলার পর চান্নির প্রস্তাবকে সমর্থন করে ছ’দিন পিছিয়ে দেওয়া হয় নির্বাচন।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র সংশোধনীর তারিখ ২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ৪ ফেব্রুয়ারি। তবে নির্বাচন পিছিয়ে গেলেও পিছোচ্ছে না ফল প্রকাশের দিন। পূর্বনির্ধারিত দিন অনুযায়ী আগামী ৩০ মার্চই প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। আম আদমি পার্টি আগেই এই এক কারণে নির্বাচন পিছোনোর প্রস্তাব দিয়েছিল। এবার তাদের দেখানো পথ অনুসরণ করে বিজেপি সরকারও এই সিদ্ধান্ত গ্রহণ করল।

 


Skip to content