রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


প্রয়াত দেবরাজ রায়।

প্রয়াত অভিনেতা দেবরাজ রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। পর্দা, মঞ্চ হয়ে দূরদর্শনে সংবাদপাঠ— সর্বত্র আলাদা মাত্রা যোগ করেছিলেন দেবরাজ। অভিনেতার স্ত্রী হলেন অনুরাধা রায়। অনুরাধা নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী।
জানা গিয়েছে খবর, বর্ষিয়ান অভিনেতা কিডনির সমস্যায় ভুগছিলেন। দেবরাজ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে এ প্রসঙ্গে বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “বাংলা ছবির জগতে বিশেষ নাম দেবরাজ রায়। অনেক খ্যাতনামী পরিচালকের ছবিতে অভিনয় করে প্রশংসিত। ওঁকে অনেকদিন ধরে চিনি। অত্যন্ত সজ্জন ব্যক্তি। ওঁর পরিবারের প্রত্যেককে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৭: জননী সারদা সন্তানের দুঃখভার লাঘব করেন

শারদীয়ার গল্প: তখন বিকেল/৪

প্রয়াত অভিনেতার জন্ম ১৯৫০ সালের ৯ ডিসেম্বর। অভিনয় জীবনের শুরু ১৯৭০-এ সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দী’ ছবি দিয়ে। ১৯৭১ সালে তিনি মৃণাল সেনের ‘কলকাতা ৭১’-এ তিনি অভিনয় করেন। ‘কলকাতা ৭১’ ছবি দেবরাজকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। তখন দেবরাজ রায়ের নাম সবার মুখে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮৪: অরাজকতার ফল ও একটি দুঃস্বপ্ন

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার

দেবরাজ তপন সিংহ, তরুণ মজুমদার, বিভূতি লাহা-সহ সেই সময়ের খ্যাতনামী পরিচালকদের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেন । তপনবাবুর ‘রাজা’ ছবিতে তাঁর অভিনয় মনে রাখার মতো। ১৯৭৩-এ দীনেন গুপ্ত পরিচালিত ‘মর্জিনা আবদুল্লা’ ছবিতেও তাঁকে দেখা যায়। এই ছবিতে মিঠু মুখোপাধ্যায়ের বিপরীতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। পাশাপাশি দেবরাজের ঠোটে মান্না দের গান এখনও শ্রোতাদের প্রিয়।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৭০: সুন্দরবনের পাখি: লাল কাঁক

তিনি মঞ্চেও অভিনয় করেছেন। তিনি দূরদর্শনের সংবাদপাঠক হিসেবেও অত্যন্ত জনপ্রিয়। দেবরাজ ১৯৭৬ সালে অনুরাধা রায়কে বিয়ে করেন। অনুরাধাও অভিনেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, দেবরাজ শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘদিন বিনোদন জগৎ থেকে দূরে ছিলেন। আগামীকাল অভিনেতার বিধাননগরের বাসভবন থেকে মরদেহ শেষকৃত্যের জন্য রওনা হবে।

Skip to content