শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ওজন কিছুতেই বাড়তে দেওয়া যাবে না। তাই প্রতিদিন সকালে লেবু জল খাওয়ার অনেকেরই। আবার কেউ কেউ চনমনে হতে একাধিক বার লেবু চায়ে চুমুক দেন। লেবু শরীরের জন্য অবশ্যই ভালো। তবে খুব ঘন ঘন খেলে কিন্তু সমস্যা হতে পারে।
গবেষণায় জানা গিয়েছে, বেশি মাত্রায় লেবু জল খেলে শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধতে পারে। এর মধ্যে অন্যতম হল দাঁতের সমস্যা। প্রয়োজনের থেকে বেশি লেবু জল খেলে আর কী কী সমস্যা হতে পারে?
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৮: নির্দোষ প্রাণীহত্যা কী সমর্থনযোগ্য?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬২: শ্রীমার দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন

 

শরীরে জলের অভাব হয়

আমরা কমবেশি সবাই ডিডাইড্রেশনের সমস্যায় ভুগি। শরীর থেকে জল ঘাম ও প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। অনেকে জানেন না, বেশি মাত্রায় লেবু চা খেলে তা মূত্রবর্ধক হিসেবে কাজ করে। তাই শরীরে ডিহাইড্রেশনের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

 

গ্যাস-অম্বলের সমস্যা

অতিরিক্ত মাত্রায় লেবু চা খেলে অন্ত্রের পিএইচের মাত্রায় বদল হতে দেখা যায়। ফলে উপসর্গ হিসেবে অম্বলের সমস্যা হয়। এর জন্য কারও কারও বুক জ্বালা অনুভব হয়। এমনকি কোনও কোনও ক্ষেত্রে বমিও হতে পারে। গ্যাস, পেট ব্যথা, ডায়ারিয়া, এমনকি গ্যাস্ট্রিক আলসারের সমস্যাও দেখা যায় অতিরিক্ত মাত্রায় লেবু চা খেলে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো

 

দাঁতের ক্ষয়

রোজ দিন লেবু চা খেলে দাঁতে এনামেল ক্ষয়ের লক্ষণ দেখা যায়। ফলে বেশি মাত্রায় লেবু চা না খাওয়াই উচিত। তা না হলে দাঁতের ক্ষয় বাড়তে থাকবে। অবশ্যই মাথায় রাখতে হবে, লেবু চা খাওয়ার পরই ভালো করে কুলকুচি করে নিতে হেব। তা না হলে দাঁতের ব্যথায় ভুগতে হতে পারে।


Skip to content