শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর বিভিন্ন জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে।
হাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার এবং শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৫: মহাভারতের অন্তর্লোকে কি শুধুই হিংসা ও প্রতিহিংসার ঘৃণা বিদ্বেষ?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— দুধি লতা ও পঞ্চরতি লতা

শুক্রবার দক্ষিণবঙ্গের অন্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শুধু শনিবার ভারী বৃষ্টির সতর্কতা আছে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং শনিবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে বৃষ্টি বেশি হবে। কোনও কোনও এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবারও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ায় বৃষ্টি হবে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: সরলাদেবী—নির্ভীক এক সরস্বতী

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৪: স্বার্থান্বেষীকেও চিনতে শেখায় এই গ্রন্থ

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমবে। শুক্রবার এবং শনিবারের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনও সতর্কতা নেই বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-২৩: রাজসভায় মিথিলার সঙ্গীতজ্ঞ

শুক্রবার উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৭: জোসেফ কনরাড ও জেসি কনরাড—ভালোবাসিবে বলে ভালোবাসিনে/২

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৯: বেশি ঘুম শরীরের পক্ষে ভালো?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে। রাস্তাঘাট জলমগ্ন হতে পারে। যান চলাচলে সমস্যা হতে পারে। পাহাড়ি এলাকায় ধসও নামতে পারে। আলিপুর আবহাওয়া দফতর স্থানীয় প্রশাসনকে আগে থেকেই সতর্কতা অবলম্বন করতে বলেছে।

Skip to content