বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দাঁতে ব্যথা নিয়ে যাঁরা ভুগেছেন, একমাত্র তাঁরাই জানেন এই যন্ত্রণা কতটা কষ্টকর ও অসহনীয়। এ ক্ষেত্রে ব্যথার ওষুধ খেয়ে সাময়িক কিছুটা স্বস্তি মিললেও, যন্ত্রণা
যেন কিছুতেই সহজে পিছু ছাড়ে না। আবার দাঁতে যন্ত্রণা হলে খাওয়াদাওয়ার পরিমাণও কমে যায়। এমন সময় তরল জাতীয় খাবার খাওয়া ছাড়া কোনও উপায়ও থাকে না। পাশাপাশি দন্ত চিকিৎসকদের একাংশের বক্তব্য, দাঁতে ব্যথার সময় কিছু খাবার না খাওয়াই ভালো। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। দাঁতের যন্ত্রণায় ভুগলে কোন কোন খাবার এড়িয়ে যাওয়া উচিত?
 

দাঁতে যন্ত্রণার সময়ে কোন কোন খাবার খাওয়া যাবে না?

 

আপেল

চিকিৎসকেরা রোজ একটি করে আপেল খাওয়ার পরামর্শ দেন। যদিও দাঁতে ব্যথার সময় চিকিৎসকেরা আপেল এড়িয়ে চলার কথা বলছেন। কারণ আপেল কামড়াতে গিয়ে শক্ত অংশ দাঁতে লাগতে পারে। আবার চিবোনোরও সমস্যা হতে পারে। তাই দাঁতে ব্যথার সময় আপেলের পরিবর্তে কলা বা পেঁপে খেতে পারেন।

আরও পড়ুন:

তেমন পরিশ্রম না করেও দরদরিয়ে ঘামছেন? গরম নয়, শরীরে কোনও ভিটামিনের ঘাটতিতে কি এমন হতে পারে?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— দুধি লতা ও পঞ্চরতি লতা

 

চকোলেট

চকোলেট খেতে কে না ভালোবাসে। তবে দাঁতে ব্যথার সময় ভুলেও চকোলেট খাওয়া যাবে না। চকোলেটে অনেকটা পরিমাণে চিনি থাকে। দাঁতে ব্যথার সময় চিনি খেলে অন্য সমস্যা হতে পারে। পাশাপাশি চকোলেট আঠালো জাতীয় একটি খাবার। তাই দাঁতে ফাঁকে ঢুকে গিয়ে সংক্রমণজনিত সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৪: রাজা দশরথ, রাম, লক্ষ্মণ, সীতা সকলেই কি এক একটি জীবনবোধের প্রতীক?

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৭: জোসেফ কনরাড ও জেসি কনরাড—ভালোবাসিবে বলে ভালোবাসিনে/২

 

খুব গরম অথবা ঠান্ডা

দাঁতে ব্যথার সময় খুব ঠান্ডা কিছু খাওয়া যাবে না। আবার গরম জাতীয় কোনও খাবারও এমন সময় এড়িয়ে যেতে হবে। কারণ খুব ঠান্ডা খাবার খেলে দাঁতে শিরশিরানি অনুভূতি হতে পারে। আবার খুব গরম খাবার খেলেও দাঁতে কষ্ট হতে পারে।

আরও পড়ুন:

গ্যাস-অম্বলের সমস্যায় ভুগছেন? ঝুঁকি কমাতে রোজ অ্যান্টাসিড না খেয়ে, ভরসা রাখুন এই ৩ খাবারে

রাত জেগে থাকা আর দিনের বেলায় ঝিমোনোর পিছনে রয়েছে সমাজমাধ্যম, এমনই জানাচ্ছে হালের গবেষণা

 

বাদাম

বাদাম শরীরকে শক্তি জোগায়, তবে দাঁতে ব্যথার সময় বাদাম না খাওয়াই বুদ্ধিমানে কাজ হবে। কারণ বাদাম শক্ত জাতীয় খাবার। তাই চিবোতে গিয়ে আচমকা দাঁতে আঘাত লাগতে পারে। ফলে এর জন্য আবার নতুন করে সমস্যা দেখা দিতে পারে। তাই দাঁতে ব্যথার সময় কাজুবাদাম, আখরোট কোনও কিছুই এনা খাওয়াই শ্রেয়।


Skip to content