(বাঁদিকে) ঝুম্পা লাহিড়ী। (ডান দিকে) ছবির একটি দৃশ্যে তব্বু ও ইরফান খান।
দ্য নেমসেক
২০০৩ সালে ‘দ্য নেমসেক’ বইটি প্রকাশিত হয়। তিন বছর পর ২০০৬ সালে মীরা নায়ার এই উপন্যাস অবলম্বনে একই নামের চলচ্চিত্র তৈরি করলেন। নেমসেক মানে নামের মিল। যে মিল রয়েছে উপন্যাসে এবং অবশ্যই ছবিতে। সারা বিশ্বের উচ্চপ্রশংসিত এই ছবি কলকাতার ভাতে মাছে বাঙালি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অশোক গঙ্গোপাধ্যায় ও তার নবপরিণীতা স্ত্রী অসীমা গঙ্গোপাধ্যায়ের স্বদেশ ছেড়ে আমেরিকার মাটিতে নিজেদের মানিয়ে নেওয়ার গল্প। উত্তর পূর্ব আমেরিকার নিউ ইংল্যান্ড অঞ্চলের ম্যাসাচুসেটস। সেখানে কেমব্রিজ সেন্ট্রাল স্কোয়ারে বসবাস।
মুভি রিভিউ: বিক্রমের উপন্যাসে মীরার সিরিজ ‘আ স্যুটেবল বয়’—মন্দ নয়, সে পাত্র ভালো
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৭: জোসেফ কনরাড ও জেসি কনরাড—ভালোবাসিবে বলে ভালোবাসিনে/২
মহাকাব্যের কথকতা, পর্ব-৭৪: রাজা দশরথ, রাম, লক্ষ্মণ, সীতা সকলেই কি এক একটি জীবনবোধের প্রতীক?
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৩: রাজনীতিতে উন্নতির জন্য নিন্দা বা প্রশংসা ব্যক্তিগত পরিসরে করাই শ্রেয়, সভায় নয়
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৭: কথা কিছু কিছু
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: প্রতিমাদেবী— এক দুঃখবতীর কথা
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৬: স্রোতস্বিনী পদ্মায় লাফিয়ে কবির কটকি চটি-উদ্ধার
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৫০: কুষ্টি বিচার, না কি রক্ত বিচার! জরুরি কোনটা?
সংস্কৃতির বৈপরীত্য এই ছবিতে উল্লেখযোগ্য ভাবে প্রকাশিত হয়েছে। নীতিন সাহানি কৃত আবহে রবিশঙ্করের সুরারোপিত পথের পাঁচালীর প্রভাব লক্ষ্য করা যায়। ছবিতে রয়েছে ইরফান খান ও তব্বু অভিনীত কিছু অসাধারণ সিনেমাটিক মুহূর্ত যা হয়তো আপনাকে ছবিটি বারবার দেখার জন্য আকর্ষণ করবে।